শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘শ্রাবণ ট্র্যাজেডি’
নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪১
’শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের একটি দৃশ্য। ছবি: মহাকাল নাট্য সম্প্রদায়
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে ‘শ্রাবণ ট্র্যাজেডি’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনদের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নাটকটি প্রযোজনা করেছে মহাকাল নাট্য সম্প্রদায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন জামানের লেখায় নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিক রহমান লিয়ন।
‘শ্রাবণ ট্র্যাজেডি’তে অভিনয় করছেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, রাজিব হোসেন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স প্রমুখ।
নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- মঞ্চ, আলো, পোশাক ও আবহসংগীত পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, এনিমেশন ও আবহসংগীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক, কোরিওগ্রাফি আমিনুল আশরাফ ও পোস্টার ডিজাইন দেব্যেন্দু উদাস।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪১
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে ‘শ্রাবণ ট্র্যাজেডি’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনদের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নাটকটি প্রযোজনা করেছে মহাকাল নাট্য সম্প্রদায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন জামানের লেখায় নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক আশিক রহমান লিয়ন।
‘শ্রাবণ ট্র্যাজেডি’তে অভিনয় করছেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মো. শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ্বাস, সামিউল জীবন, রাজিব হোসেন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স প্রমুখ।
নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- মঞ্চ, আলো, পোশাক ও আবহসংগীত পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, এনিমেশন ও আবহসংগীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক, কোরিওগ্রাফি আমিনুল আশরাফ ও পোস্টার ডিজাইন দেব্যেন্দু উদাস।