সিউল থেকে ফিরে কলকাতায় ‘লাল জমিন’
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৮
‘লাল জমিন’ নাটকের মোমেনা চৌধুরী। ছবি: শূন্যন রেপার্টরি
দক্ষিণ কোরিয়ার সিউলে রবিবার মঞ্চায়িত হবে বাংলাদেশের শূন্যন রেপার্টরি নাট্যদলের প্রযোজনা ‘লাল জমিন’। এর পরই তিন দিনের ব্যবধানে আরেকটি প্রদর্শনী হবে কলকাতায়।
মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল জমিন’ লিখেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
নাটকটিতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। কোরিয়া থেকে শনিবার দুপুরে মোমেনা চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, “বিজয়ের মাসে কোরিয়ার বাংলাদেশি দূতাবাসের আমন্ত্রণে নাটকটির বিশেষ মঞ্চায়ন হবে। সেখানে দূতাবাসের আমন্ত্রিতরা উপস্থিত থাকবেন। রবিবার নাটকটির ১৮২তম প্রদর্শনী হবে। পরদিন ২৪ ডিসেম্বর ঢাকায় ফিরবে ‘লাল জমিন’ টিম। এরপর ২৬ ডিসেম্বর কলকাতায় নাটকটির আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।”
‘লাল জমিন’ মঞ্চে আসে ২০১১ সালের ১৯ জুলাই। বাংলাদেশ, ভারত, লন্ডন, যুক্তরাষ্ট্রে নাটকটির প্রদর্শনী হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জেলা ও উপজেলায় নাটকটির প্রদর্শনী হয়েছে।
মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনকে তুলে ধরা হয়েছে এই নাটকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ১৮:৫৮

দক্ষিণ কোরিয়ার সিউলে রবিবার মঞ্চায়িত হবে বাংলাদেশের শূন্যন রেপার্টরি নাট্যদলের প্রযোজনা ‘লাল জমিন’। এর পরই তিন দিনের ব্যবধানে আরেকটি প্রদর্শনী হবে কলকাতায়।
মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল জমিন’ লিখেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
নাটকটিতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। কোরিয়া থেকে শনিবার দুপুরে মোমেনা চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, “বিজয়ের মাসে কোরিয়ার বাংলাদেশি দূতাবাসের আমন্ত্রণে নাটকটির বিশেষ মঞ্চায়ন হবে। সেখানে দূতাবাসের আমন্ত্রিতরা উপস্থিত থাকবেন। রবিবার নাটকটির ১৮২তম প্রদর্শনী হবে। পরদিন ২৪ ডিসেম্বর ঢাকায় ফিরবে ‘লাল জমিন’ টিম। এরপর ২৬ ডিসেম্বর কলকাতায় নাটকটির আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।”
‘লাল জমিন’ মঞ্চে আসে ২০১১ সালের ১৯ জুলাই। বাংলাদেশ, ভারত, লন্ডন, যুক্তরাষ্ট্রে নাটকটির প্রদর্শনী হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জেলা ও উপজেলায় নাটকটির প্রদর্শনী হয়েছে।
মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক নারীর সংগ্রামী জীবনকে তুলে ধরা হয়েছে এই নাটকে।