শুক্রবার মঞ্চে ‘রাত ভরে বৃষ্টি’
নিজস্ব প্রতিবেদক | ১৮ জুলাই, ২০১৯ ২০:৫৯
বাংলাদেশের নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে আরো একটি নতুন নাটক। ‘আপস্টেজ’ মঞ্চে নিয়ে আসছে বুদ্ধদেব বসুর বহুল আলোচিত উপন্যাস ‘রাত ভরে বৃষ্টি’র নাট্যরূপ।
১৯ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি নির্দেশনা দিচ্ছেন সাইফ সুমন।
বিয়ে ও সংসার নামক যৌথ প্রতিষ্ঠানের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপোড়েনের গল্প ‘রাত ভরে বৃষ্টি’।
মধ্যবিত্ত সমাজজীবনে স্বামী-স্ত্রী বা বিবাহিত নারী-পুরুষের দাম্পত্য সম্পর্কের নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিলতা, বিশ্বাস-অবিশ্বাসের সংশয়ী প্রকাশও বটে। মনিমালা, অংশু ও তাদের বন্ধু জয়- এখানে শুধুই তিনটি চরিত্র নয়, বরং প্রচলিত যৌন নৈতিকতার প্রথাগত মূল্যবোধের সঙ্গে ক্রমাগত লড়ে চলা মানুষও তারা।
নাটকটিতে অভিনয় করছেন প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী ও কাজী রোকসানা রুমা (বটতলা)। সঙ্গীত পরিকল্পনা করছেন অসিত কুমার (ঐকিক থিয়েটার), আলোক পরিকল্পনা করছেন অম্লান বিশ্বাস (নাগরিক নাট্য সম্প্রদায়), পোশাক পরিকল্পনা রুনা কাঞ্চন (তাড়–য়া), মঞ্চ পরিকল্পনা, দলের লোগো, পোস্টার ও প্রকাশনা: সাকিল সিদ্ধার্থ।
এই নাটকের মাধ্যমেই নাট্যাঙ্গনে আপস্টেজের অভিষেক হচ্ছে।
দলটির প্রধান সম্পাদক প্রশান্ত হালদার বলেন, ‘আপস্টেজ একটি নাটকের দল বা প্লাটফর্ম বটে, তবে রেপাটরিও নয়, গ্রুপ থিয়েটার ভিত্তিক দলও নয়- এটি একটি বিকল্প প্রয়াস। এই প্রয়াসের আকাঙ্খা নাট্যকর্মীদের মধ্যে দিন দিন বাড়তে থাকবে। এমনি বিকল্প থিয়েটার বা অল্টারনেটিভ থিয়েটারই হয়ত ভবিষ্যতের কোনো এক কালে মূল স্রোত হয়ে দাঁড়াবে। এই বিকল্প পথ খোঁজা, খুঁজে পাওয়া, সেই পথে হাঁটা, পথচলা অব্যাহত রাখা হয়ত একেবারেই সহজসাধ্য নয়।’
তিনি আরো বলেন, ‘আমরা ছয়জন মিলে এই দলটির যাত্রা শুরু করেছি। প্রশান্ত হালদার (প্রধান সম্পাদক), সাইফ সুমন (মুখ্য সম্পাদক), সাথী রঞ্জন দে (সম্পাদক-অর্থ), সাকিল সিদ্ধার্থ (সম্পাদক-দপ্তর, প্রচার ও প্রকাশনা), সুমন মজুমদার (সদস্য) ও সরকার জামান (সদস্য)। বিভিন্ন দলের যারা থিয়েটারকে প্রাধান্য দিচ্ছে তাদেরকেই প্রাধান্য দিয়ে এক বিন্দুতে একত্রিত হয়ে আমরা আমাদের এক-একটি প্রযোজনা মঞ্চে আনতে চাই। দর্শকদের সামনে উপস্থিত করতে চাই প্রযোজনার রকমফের।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৮ জুলাই, ২০১৯ ২০:৫৯

বাংলাদেশের নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে আরো একটি নতুন নাটক। ‘আপস্টেজ’ মঞ্চে নিয়ে আসছে বুদ্ধদেব বসুর বহুল আলোচিত উপন্যাস ‘রাত ভরে বৃষ্টি’র নাট্যরূপ।
১৯ জুলাই, শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাটকটি নির্দেশনা দিচ্ছেন সাইফ সুমন।
বিয়ে ও সংসার নামক যৌথ প্রতিষ্ঠানের জটিল পাকচক্রে আবদ্ধ তিন নর-নারীর মনোদৈহিক টানাপোড়েনের গল্প ‘রাত ভরে বৃষ্টি’।
মধ্যবিত্ত সমাজজীবনে স্বামী-স্ত্রী বা বিবাহিত নারী-পুরুষের দাম্পত্য সম্পর্কের নানা সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিলতা, বিশ্বাস-অবিশ্বাসের সংশয়ী প্রকাশও বটে। মনিমালা, অংশু ও তাদের বন্ধু জয়- এখানে শুধুই তিনটি চরিত্র নয়, বরং প্রচলিত যৌন নৈতিকতার প্রথাগত মূল্যবোধের সঙ্গে ক্রমাগত লড়ে চলা মানুষও তারা।
নাটকটিতে অভিনয় করছেন প্রশান্ত হালদার, রঞ্জন দে সাথী ও কাজী রোকসানা রুমা (বটতলা)। সঙ্গীত পরিকল্পনা করছেন অসিত কুমার (ঐকিক থিয়েটার), আলোক পরিকল্পনা করছেন অম্লান বিশ্বাস (নাগরিক নাট্য সম্প্রদায়), পোশাক পরিকল্পনা রুনা কাঞ্চন (তাড়–য়া), মঞ্চ পরিকল্পনা, দলের লোগো, পোস্টার ও প্রকাশনা: সাকিল সিদ্ধার্থ।
এই নাটকের মাধ্যমেই নাট্যাঙ্গনে আপস্টেজের অভিষেক হচ্ছে।
দলটির প্রধান সম্পাদক প্রশান্ত হালদার বলেন, ‘আপস্টেজ একটি নাটকের দল বা প্লাটফর্ম বটে, তবে রেপাটরিও নয়, গ্রুপ থিয়েটার ভিত্তিক দলও নয়- এটি একটি বিকল্প প্রয়াস। এই প্রয়াসের আকাঙ্খা নাট্যকর্মীদের মধ্যে দিন দিন বাড়তে থাকবে। এমনি বিকল্প থিয়েটার বা অল্টারনেটিভ থিয়েটারই হয়ত ভবিষ্যতের কোনো এক কালে মূল স্রোত হয়ে দাঁড়াবে। এই বিকল্প পথ খোঁজা, খুঁজে পাওয়া, সেই পথে হাঁটা, পথচলা অব্যাহত রাখা হয়ত একেবারেই সহজসাধ্য নয়।’
তিনি আরো বলেন, ‘আমরা ছয়জন মিলে এই দলটির যাত্রা শুরু করেছি। প্রশান্ত হালদার (প্রধান সম্পাদক), সাইফ সুমন (মুখ্য সম্পাদক), সাথী রঞ্জন দে (সম্পাদক-অর্থ), সাকিল সিদ্ধার্থ (সম্পাদক-দপ্তর, প্রচার ও প্রকাশনা), সুমন মজুমদার (সদস্য) ও সরকার জামান (সদস্য)। বিভিন্ন দলের যারা থিয়েটারকে প্রাধান্য দিচ্ছে তাদেরকেই প্রাধান্য দিয়ে এক বিন্দুতে একত্রিত হয়ে আমরা আমাদের এক-একটি প্রযোজনা মঞ্চে আনতে চাই। দর্শকদের সামনে উপস্থিত করতে চাই প্রযোজনার রকমফের।’