প্রাচ্যনাট স্কুলের ২০ বছর পূর্তি
নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০২২ ২১:৫৯
প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে প্রাচ্যনাট স্কুল। এ উপলক্ষে ঢাকার কবি নজরুল ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে ’২০-এ বিষক্ষয়’ শিরোনামে মিলন মেলা’।
শুক্রবার দিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে স্কুলের নবীন-প্রবীণ শিক্ষার্থিরা অংশ নেবেন এই মিলনমেলায়। অনুষ্ঠানে থাকবে গান, নাটক পরিবেশন, শিক্ষক ও স্কুল সংশ্লিষ্টদের সম্মাননাসহ নানা আয়োজন।
২০০১ সালের জুলাই মাসে স্কুলটি প্রতিষ্ঠা করে তৎকালীন তরুণ থিয়েটার দল প্রাচ্যনাট। অ্যাক্টিং এবং ডিজাইন এর ওপর ছয় মাস মেয়াদী একটি কোর্স চালু করা হয়। এই কোর্স শুরুর বিশেষত্ব ছিল থিয়েটারের ব্যবহারিক এবং তাত্ত্বিক বিষয়ে জোর দেয়া। ইতিমধ্যে ৪০টি ব্যাচ কোর্স সম্পন্ন করেছে এবং থিয়েটার, টিভি মিডিয়াসহ নানা পেশায় তার সাফল্য ছড়িয়েছে।
বর্তমানে একচল্লিশতম ব্যাচ তাদের কোর্স সম্পন্ন করার দ্বারপ্রান্তে রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রখ্যাত থিয়েটার ও টিভি মিডিয়া ব্যক্তিত্বরা, দেশের প্রথিতযশা শিল্পীরা এই স্কুলে ক্লাস নিয়ে থাকেন।
এদের মধ্যে আজাদ আবুল কালাম, শিমুল মোস্তফা, শহিদুজ্জামান সেলিম, বন্যা মীর্জা, অমিতাভ রেজাসহ রয়েছেন আরও অনেকে রয়েছেন।
ক্লাস হয় শুক্র এবং শনিবার বিকেল ৩টা থেকে ৫টা, কাঁটাবনে প্রাচ্যনাটের মহড়া কক্ষে। শিক্ষার্থীদের সকল পারফর্মেন্সের ভিত্তিতে তাদের রেজাল্ট দেয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৭ জানুয়ারি, ২০২২ ২১:৫৯

প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে প্রাচ্যনাট স্কুল। এ উপলক্ষে ঢাকার কবি নজরুল ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে ’২০-এ বিষক্ষয়’ শিরোনামে মিলন মেলা’।
শুক্রবার দিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে স্কুলের নবীন-প্রবীণ শিক্ষার্থিরা অংশ নেবেন এই মিলনমেলায়। অনুষ্ঠানে থাকবে গান, নাটক পরিবেশন, শিক্ষক ও স্কুল সংশ্লিষ্টদের সম্মাননাসহ নানা আয়োজন।
২০০১ সালের জুলাই মাসে স্কুলটি প্রতিষ্ঠা করে তৎকালীন তরুণ থিয়েটার দল প্রাচ্যনাট। অ্যাক্টিং এবং ডিজাইন এর ওপর ছয় মাস মেয়াদী একটি কোর্স চালু করা হয়। এই কোর্স শুরুর বিশেষত্ব ছিল থিয়েটারের ব্যবহারিক এবং তাত্ত্বিক বিষয়ে জোর দেয়া। ইতিমধ্যে ৪০টি ব্যাচ কোর্স সম্পন্ন করেছে এবং থিয়েটার, টিভি মিডিয়াসহ নানা পেশায় তার সাফল্য ছড়িয়েছে।
বর্তমানে একচল্লিশতম ব্যাচ তাদের কোর্স সম্পন্ন করার দ্বারপ্রান্তে রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রখ্যাত থিয়েটার ও টিভি মিডিয়া ব্যক্তিত্বরা, দেশের প্রথিতযশা শিল্পীরা এই স্কুলে ক্লাস নিয়ে থাকেন।
এদের মধ্যে আজাদ আবুল কালাম, শিমুল মোস্তফা, শহিদুজ্জামান সেলিম, বন্যা মীর্জা, অমিতাভ রেজাসহ রয়েছেন আরও অনেকে রয়েছেন।
ক্লাস হয় শুক্র এবং শনিবার বিকেল ৩টা থেকে ৫টা, কাঁটাবনে প্রাচ্যনাটের মহড়া কক্ষে। শিক্ষার্থীদের সকল পারফর্মেন্সের ভিত্তিতে তাদের রেজাল্ট দেয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়।