দুই বছর পর মঞ্চে ‘জলবাসর’
নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৪৭
তিন বানিয়া কন্যা দর্শী, দোপাটি ও দাওয়ার গল্প ‘জলবাসর’
দুই বছরেরও বেশি সময় পর আবারও মঞ্চে ফিরছে দেশ নাটকের প্রযোজনা ‘জলবাসর’।
রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে নাটকটি।
‘জলবাসর’ লিখেছেন মাসুম রেজা, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ নাটকটি মঞ্চায়ন হয়েছিল।
নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা বলেন, দুই বছর পর ‘জলবাসর’ মঞ্চে আসছে। করোনার কারণে নাটকটি দুই বছর আমরা মঞ্চে আনতে পারিনি।
তিন বানিয়া কন্যা দর্শী, দোপাটি ও দাওয়ার গল্প ‘জলবাসর’। এই তিন বোন রুপার গয়না বানিয়ে বিক্রি করে। তাদের উঠানে প্রাচীন একটি গাছের শাখায় শাখায় লেখা এই তিন বোনের গল্প।
এ গল্প একজনই পড়তে পারে, যার কোনো ছায়া নেই। গাছের শাখায় লেখা কাহিনিতে চির বন্ধ্যা দর্শীর অন্তঃসত্ত্বা হয়ে ওঠার গল্প পাওয়া যায়। ছয় নামে একটি নদীর ময়ূরঘাটের জলে ছায়ার সঙ্গে এক জলবাসরে অন্তঃসত্ত্বা হয় দর্শী।
ওদিকে দোপাটি ও দাওয়ার বিয়ে হয় ইয়াকুত মণ্ডলের দুই ছেলে পোখরাজ ও আকিক মণ্ডলের সঙ্গে। দর্শীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সবাই সন্দেহ করে। সে দায় এসে পড়ে পোখরাজের ওপর। এ কারণে দোপাটি পোখরাজের ঘর ছেড়ে চলে আসে চান্নিপশরে।
এই সংকট নিয়ে এগিয়ে চলে ‘জলবাসর’-এর গল্প।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৪৭

দুই বছরেরও বেশি সময় পর আবারও মঞ্চে ফিরছে দেশ নাটকের প্রযোজনা ‘জলবাসর’।
রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে নাটকটি।
‘জলবাসর’ লিখেছেন মাসুম রেজা, মঞ্চে নির্দেশনাও দিয়েছেন তিনি। ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ নাটকটি মঞ্চায়ন হয়েছিল।
নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা বলেন, দুই বছর পর ‘জলবাসর’ মঞ্চে আসছে। করোনার কারণে নাটকটি দুই বছর আমরা মঞ্চে আনতে পারিনি।
তিন বানিয়া কন্যা দর্শী, দোপাটি ও দাওয়ার গল্প ‘জলবাসর’। এই তিন বোন রুপার গয়না বানিয়ে বিক্রি করে। তাদের উঠানে প্রাচীন একটি গাছের শাখায় শাখায় লেখা এই তিন বোনের গল্প।
এ গল্প একজনই পড়তে পারে, যার কোনো ছায়া নেই। গাছের শাখায় লেখা কাহিনিতে চির বন্ধ্যা দর্শীর অন্তঃসত্ত্বা হয়ে ওঠার গল্প পাওয়া যায়। ছয় নামে একটি নদীর ময়ূরঘাটের জলে ছায়ার সঙ্গে এক জলবাসরে অন্তঃসত্ত্বা হয় দর্শী।
ওদিকে দোপাটি ও দাওয়ার বিয়ে হয় ইয়াকুত মণ্ডলের দুই ছেলে পোখরাজ ও আকিক মণ্ডলের সঙ্গে। দর্শীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সবাই সন্দেহ করে। সে দায় এসে পড়ে পোখরাজের ওপর। এ কারণে দোপাটি পোখরাজের ঘর ছেড়ে চলে আসে চান্নিপশরে।
এই সংকট নিয়ে এগিয়ে চলে ‘জলবাসর’-এর গল্প।