ঢাবি নাটমণ্ডল ও শিল্পকলায় আসছে ‘ওয়েটিং ফর গডো’
নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২২ ২৩:৩৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনতে যাচ্ছে নাটক ‘ওয়েটিং ফর গডো’। রবিবার সন্ধ্যায় বিভাগের নাটমণ্ডলে নাটকটির বিশেষ মঞ্চায়ন হয়।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামী ১৪, ১৫, ১৬ মার্চ ২০২২ তারিখ প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। পরে ১৮, ১৯, ২০ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলেও মঞ্চায়িত হবে নাটকটি।
স্যামুয়েল বেকেটের লেখা নাটকটির অনুবাদ করেছেন আসাদুল ইসলাম এবং মঞ্চে নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। অভিনয় করেছেন স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৩ মার্চ, ২০২২ ২৩:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনতে যাচ্ছে নাটক ‘ওয়েটিং ফর গডো’। রবিবার সন্ধ্যায় বিভাগের নাটমণ্ডলে নাটকটির বিশেষ মঞ্চায়ন হয়।
থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পকলা একাডেমির সহযোগিতায় আগামী ১৪, ১৫, ১৬ মার্চ ২০২২ তারিখ প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিভাগের নাটমণ্ডল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। পরে ১৮, ১৯, ২০ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলেও মঞ্চায়িত হবে নাটকটি।
স্যামুয়েল বেকেটের লেখা নাটকটির অনুবাদ করেছেন আসাদুল ইসলাম এবং মঞ্চে নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। অভিনয় করেছেন স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা।
শেয়ার করুন