নর্থ সাউথ ড্রামা ক্লাব মঞ্চে এনেছে ‘তারতুফ’
নিজস্ব প্রতিবেদক | ১ এপ্রিল, ২০২২ ১৩:০১
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনে ও ড্রামা ক্লাবের প্রযোজনায় মঞ্চে এসেছে ‘তারতুফ’। গত বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।
ফরাসি নাট্যকার মলিয়েরের রচনা থেকে নাটকটি বাংলায় রূপান্তর করেছেন আসিফ মুনির। মঞ্চে নির্দেশনা দিয়েছেন মুনিম তরফদার।
শুক্রবার একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে বলে জানান ড্রামা ক্লাবের সদস্য যোয়াইরিয়া মম।
তিনি বলেন, নাটকটির মহড়ায় আমরা খুব বেশি সময় পাইনি। মাত্র ২০ দিনের মহড়ার মাধ্যমে নাটকটি এসেছে। তবুও চেষ্টা করেছি, সবাই মিলে একটা ভালো নাটক মঞ্চায়ন করতে।
নাটকটিতে অভিনয় করেন যোয়াইরিয়া মম, আমির হামজা, মোবাশ্বের, নাফি, আকাশ, হৃদি, ঐশী, ইব্রাহিম, আবরার ও হাবিবা প্রমুখ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ এপ্রিল, ২০২২ ১৩:০১

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনে ও ড্রামা ক্লাবের প্রযোজনায় মঞ্চে এসেছে ‘তারতুফ’। গত বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।
ফরাসি নাট্যকার মলিয়েরের রচনা থেকে নাটকটি বাংলায় রূপান্তর করেছেন আসিফ মুনির। মঞ্চে নির্দেশনা দিয়েছেন মুনিম তরফদার।
শুক্রবার একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে বলে জানান ড্রামা ক্লাবের সদস্য যোয়াইরিয়া মম।
তিনি বলেন, নাটকটির মহড়ায় আমরা খুব বেশি সময় পাইনি। মাত্র ২০ দিনের মহড়ার মাধ্যমে নাটকটি এসেছে। তবুও চেষ্টা করেছি, সবাই মিলে একটা ভালো নাটক মঞ্চায়ন করতে।
নাটকটিতে অভিনয় করেন যোয়াইরিয়া মম, আমির হামজা, মোবাশ্বের, নাফি, আকাশ, হৃদি, ঐশী, ইব্রাহিম, আবরার ও হাবিবা প্রমুখ।
শেয়ার করুন