‘মাংকি ট্রায়াল’ দেখতে ঢাকার নাট্যশালায় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল
নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০২২ ১২:৩১
ছবি: কামাল উদ্দীন কবির।
নাট্যদল বাতিঘর কয়েক মাস আগে মঞ্চে এনেছে নাটক 'মাংকি ট্রায়াল'। ১৯২৫ সালে আমেরিকার একটি পাবলিক স্কুলে শ্রেণিকক্ষে বিজ্ঞানের বিবর্তনবাদ পড়ানোর দায়ে শিক্ষক কেইটস-এর বিরুদ্ধে বহুল আলোচিত মামলা নিয়ে গড়ে উঠেছে এই নাটকের গল্প।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চায়িত হয়। বাংলাদেশের মুন্সিগঞ্জে সম্প্রতি বিজ্ঞান পড়ানোর দায়ে ১৯ দিন হাজতে থাকা বিনোদপুর স্কুলের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল এবং মার্কিন শিক্ষক কেইটস যেন একই গল্পের পুনরাবৃত্তি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও গবেষক কামাল উদ্দীন কবির মাংকি ট্রায়াল দেখার অভিজ্ঞতা ফেসবুকে লিখেছেন, ‘নাটক দেখার সময়ে দর্শকের মনে পড়েছে আমাদের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের কথা। নাটক শেষে অবাক-আনন্দের সঙ্গে আমরা দেখলাম মঞ্চে উঠে এসেছেন বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল! তিনি সকলকে কৃতজ্ঞতা জানালেন এবং বিজ্ঞানমনস্ক মানুষের দেশ হোক আমাদের বাংলাদেশ- এই প্রত্যাশা ব্যক্ত করলেন।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ এপ্রিল, ২০২২ ১২:৩১

নাট্যদল বাতিঘর কয়েক মাস আগে মঞ্চে এনেছে নাটক 'মাংকি ট্রায়াল'। ১৯২৫ সালে আমেরিকার একটি পাবলিক স্কুলে শ্রেণিকক্ষে বিজ্ঞানের বিবর্তনবাদ পড়ানোর দায়ে শিক্ষক কেইটস-এর বিরুদ্ধে বহুল আলোচিত মামলা নিয়ে গড়ে উঠেছে এই নাটকের গল্প।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চায়িত হয়। বাংলাদেশের মুন্সিগঞ্জে সম্প্রতি বিজ্ঞান পড়ানোর দায়ে ১৯ দিন হাজতে থাকা বিনোদপুর স্কুলের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল এবং মার্কিন শিক্ষক কেইটস যেন একই গল্পের পুনরাবৃত্তি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও গবেষক কামাল উদ্দীন কবির মাংকি ট্রায়াল দেখার অভিজ্ঞতা ফেসবুকে লিখেছেন, ‘নাটক দেখার সময়ে দর্শকের মনে পড়েছে আমাদের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের কথা। নাটক শেষে অবাক-আনন্দের সঙ্গে আমরা দেখলাম মঞ্চে উঠে এসেছেন বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল! তিনি সকলকে কৃতজ্ঞতা জানালেন এবং বিজ্ঞানমনস্ক মানুষের দেশ হোক আমাদের বাংলাদেশ- এই প্রত্যাশা ব্যক্ত করলেন।’