চট্টগ্রামের উন্নয়ন চাইলে আওয়ামী লীগকে লাগবে : প্রধানমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের লালদীঘি মাঠে প্রার্থীদের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করেছে। চট্টগ্রাম সবচেয়ে অবহেলিত ছিল। কিন্তু গত ১০ বছরে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। ঢাকা থেকে চট্টগ্রামে চার লেন রাস্তা করে দিয়েছি। চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিয়েছিলাম। এয়ারপোর্টের উন্নয়ন করব। শুধু চট্টগ্রাম মহানগর নয়, পুরো চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। পোর্টের উন্নয়ন কাজ করেছি। বে-টার্মিনাল নির্মাণের কাজ হাতে নিয়েছি। আর এসব উন্নয়নকাজ করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।’ চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদকে পরিচয় করিয়ে দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘লাঙ্গল আমরা নৌকায় উঠিয়ে নেব। এবার এই আসনে লাঙ্গলে ভোট দিন। আগামীতে নৌকায় ভোট দেবেন।’
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল বুধবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের লালদীঘি মাঠে প্রার্থীদের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করেছে। চট্টগ্রাম সবচেয়ে অবহেলিত ছিল। কিন্তু গত ১০ বছরে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি। ঢাকা থেকে চট্টগ্রামে চার লেন রাস্তা করে দিয়েছি। চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিয়েছিলাম। এয়ারপোর্টের উন্নয়ন করব। শুধু চট্টগ্রাম মহানগর নয়, পুরো চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। পোর্টের উন্নয়ন কাজ করেছি। বে-টার্মিনাল নির্মাণের কাজ হাতে নিয়েছি। আর এসব উন্নয়নকাজ করতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।’ চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদকে পরিচয় করিয়ে দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, ‘লাঙ্গল আমরা নৌকায় উঠিয়ে নেব। এবার এই আসনে লাঙ্গলে ভোট দিন। আগামীতে নৌকায় ভোট দেবেন।’