রিটার্নিং কর্মকর্তাসহ ৬ জনকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গতকাল লালবাগে মহাজোট প্রার্থী হাজী সেলিম গণসংযোগ করেন দেশ রূপান্তর
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও ফরিদপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং চার থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করা হয়।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবিরকে প্রত্যাহার করা হয়।
ইসি কর্মকর্তারা জানান, গাইবান্ধার জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনে নিষ্ক্রিয় ছিলেন। এ কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল হাসানের বাবা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়ায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে, চার ওসিকে প্রত্যাহার সংক্রান্ত চিঠি বুধবার সন্ধ্যায় ইসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দপ্তরে পাঠানো হয়। তারা হলেন ঢাকার রমনা থানার ওসি মাইনুল ইসলাম, নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেন এবং ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও ফরিদপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং চার থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সন্ধ্যায় তাদের প্রত্যাহার করা হয়।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগের দিন মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবিরকে প্রত্যাহার করা হয়।
ইসি কর্মকর্তারা জানান, গাইবান্ধার জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনে নিষ্ক্রিয় ছিলেন। এ কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল হাসানের বাবা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হওয়ায় তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে, চার ওসিকে প্রত্যাহার সংক্রান্ত চিঠি বুধবার সন্ধ্যায় ইসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দপ্তরে পাঠানো হয়। তারা হলেন ঢাকার রমনা থানার ওসি মাইনুল ইসলাম, নোয়াখালীর সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেন এবং ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।