ব্যবসায়ীদের পাশে থাকবেন নওফেল
চট্টগ্রাম ব্যুরো | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
চট্টগ্রামের খাতুনগঞ্জে নির্বাচনী প্রচারকালে ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৯ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বুধবার নগরীর ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকায় প্রচার চালান তিনি। এদিন বিকেলে একাদশ সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল। সভায় তিনি বলেন, ‘আমার বাবা আজীবন সুখে-দুঃখে শ্রমজীবী ও ব্যবসায়ীদের পাশে ছিলেন। আমিও বাবার মতো আপনাদেরই সন্তান হিসেবে পাশে থাকতে চাই।’
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চট্টগ্রামের খাতুনগঞ্জে নির্বাচনী প্রচারকালে ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৯ আসনে মহাজোটের প্রার্থী আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বুধবার নগরীর ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকায় প্রচার চালান তিনি। এদিন বিকেলে একাদশ সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল। সভায় তিনি বলেন, ‘আমার বাবা আজীবন সুখে-দুঃখে শ্রমজীবী ও ব্যবসায়ীদের পাশে ছিলেন। আমিও বাবার মতো আপনাদেরই সন্তান হিসেবে পাশে থাকতে চাই।’
শেয়ার করুন