সোনারগাঁয় প্রার্থীর সমর্থকের বাড়ি থেকে ২ শতাধিক টেঁটা উদ্ধার
সোনারগাঁ প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের সমর্থক সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের বাড়ি থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। নির্বাহী হাকিমের নেতৃত্বে সোনারগাঁ থানার পুলিশ গতকাল বুধবার রাত ৮টার দিকে টেঁঁটাগুলো উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী হাকিম ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম রুহুল আমিন রিমন।
রুহুল আমিন রিমন জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারদী ইউনিয়নের দলরদী গ্রামের কামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন দাবি করেন, ‘এ ঘটনা সত্য নয়। বিষয়টি প্রশাসনের সাজানো নাটক। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে আমাকে ঘায়েল করতে এ ঘটনা ঘটানো হয়েছে।’
শেয়ার করুন
সোনারগাঁ প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের সমর্থক সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের বাড়ি থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। নির্বাহী হাকিমের নেতৃত্বে সোনারগাঁ থানার পুলিশ গতকাল বুধবার রাত ৮টার দিকে টেঁঁটাগুলো উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী হাকিম ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম রুহুল আমিন রিমন।
রুহুল আমিন রিমন জানান, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারদী ইউনিয়নের দলরদী গ্রামের কামাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন দাবি করেন, ‘এ ঘটনা সত্য নয়। বিষয়টি প্রশাসনের সাজানো নাটক। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে আমাকে ঘায়েল করতে এ ঘটনা ঘটানো হয়েছে।’