লেভেল প্লেয়িং ফিল্ড এড়িয়ে গেলেন ইসি শাহাদাত
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত আছে বলে জানালেও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্ন এড়িয়ে গেলেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। বেশিরভাগ সংসদীয় আসনে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রায় ৫ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।’ আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকা আসনের বিষয়ে ইসি শাহাদাত বলেন, ‘আদালতের আদেশ আমাদের মেনে চলতে হবে। ব্যালট পেপার পৌঁছানোসহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। এসব আসনে নির্বাচনী সামগ্রী পৌঁছাতে হেলিকপ্টারও প্রস্তুত আছে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত আছে বলে জানালেও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্ন এড়িয়ে গেলেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। বেশিরভাগ সংসদীয় আসনে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পৌঁছে গেছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রায় ৫ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছেন।’ আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকা আসনের বিষয়ে ইসি শাহাদাত বলেন, ‘আদালতের আদেশ আমাদের মেনে চলতে হবে। ব্যালট পেপার পৌঁছানোসহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। এসব আসনে নির্বাচনী সামগ্রী পৌঁছাতে হেলিকপ্টারও প্রস্তুত আছে।’