অবাধ নির্বাচন চায় যুক্তরাজ্য
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক সিলেট-১ (মহানগর-সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন এবং বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ড. মোমেন ও সন্ধ্যায় মুক্তাদিরের সঙ্গে এই বৈঠক হয়।
পরে অ্যালিসন ব্লেইক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। তার দেশ আশা করছে, বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট হবে।
ব্রিটিশ হাইকমিশনার জানান, যুক্তরাজ্য ও বাংলাদেশের উন্নয়ন সহযোগী অন্যান্য দেশের আর্থিক সহায়তায় ৫ হাজার বাংলাদেশি পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এর মাধ্যমে জানা যাবে ভোট কেমন হয়েছে।
মোমেন ও মুক্তাদিরের সঙ্গে বৈঠকে সিলেটে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ব্লেইক বলেন, ড. মোমেন নির্বাচনের পরিবেশকে সুন্দর বললেও প্রতিদ্বন্দ্বী খন্দকার মুক্তাদির কিছু ভিন্নমত দিয়েছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক সিলেট-১ (মহানগর-সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন এবং বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ড. মোমেন ও সন্ধ্যায় মুক্তাদিরের সঙ্গে এই বৈঠক হয়।
পরে অ্যালিসন ব্লেইক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। তার দেশ আশা করছে, বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে ভোট হবে।
ব্রিটিশ হাইকমিশনার জানান, যুক্তরাজ্য ও বাংলাদেশের উন্নয়ন সহযোগী অন্যান্য দেশের আর্থিক সহায়তায় ৫ হাজার বাংলাদেশি পর্যবেক্ষক ১১৪টি সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এর মাধ্যমে জানা যাবে ভোট কেমন হয়েছে।
মোমেন ও মুক্তাদিরের সঙ্গে বৈঠকে সিলেটে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ব্লেইক বলেন, ড. মোমেন নির্বাচনের পরিবেশকে সুন্দর বললেও প্রতিদ্বন্দ্বী খন্দকার মুক্তাদির কিছু ভিন্নমত দিয়েছেন।