চট্টগ্রামে র্যাবের ৭ অস্থায়ী ক্যাম্প
চট্টগ্রাম ব্যুরো | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের সাতটি উপজেলায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে র্যাব-৭। চট্টগ্রামে মোট ২৬টি আসনে ৬৯ টিম গঠন করে ৫৮৬ জন র্যাব সদস্য মাঠে থাকবেন বলে জানানো হয়েছে।
চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পগুলোর পাশাপাশি সন্দ্বীপ, ফটিকছড়ি, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালীতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।
তিনি আরো জানান, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং জনমনে আস্থা তৈরি ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভোটকেন্দ্রের আশপাশে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চেকপোস্ট স্থাপন করে তল্লাশি, বিভিন্ন আবাসিক হোটেলে বহিরাগত ‘সন্ত্রাসীদের’ ধরতে অভিযান চলছে। ‘গুজবে’ কান না দিতে জনগণকে উৎসাহ দিয়ে লিফলেট বিতরণ ও র্যাবের মোবাইল নম্বর সংবলিত পোস্টার লাগানো হচ্ছে।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রামের সাতটি উপজেলায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে র্যাব-৭। চট্টগ্রামে মোট ২৬টি আসনে ৬৯ টিম গঠন করে ৫৮৬ জন র্যাব সদস্য মাঠে থাকবেন বলে জানানো হয়েছে।
চট্টগ্রামের স্থায়ী ক্যাম্পগুলোর পাশাপাশি সন্দ্বীপ, ফটিকছড়ি, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালীতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান।
তিনি আরো জানান, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং জনমনে আস্থা তৈরি ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভোটকেন্দ্রের আশপাশে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চেকপোস্ট স্থাপন করে তল্লাশি, বিভিন্ন আবাসিক হোটেলে বহিরাগত ‘সন্ত্রাসীদের’ ধরতে অভিযান চলছে। ‘গুজবে’ কান না দিতে জনগণকে উৎসাহ দিয়ে লিফলেট বিতরণ ও র্যাবের মোবাইল নম্বর সংবলিত পোস্টার লাগানো হচ্ছে।