এইচ টি ইমামের আশঙ্কা ভোটে নাশকতা করতে পারে বিএনপি-জামায়াত
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ভোট চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সারা দেশে নাশকতা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যন এইচ টি ইমাম। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আমাদের কাছে এমন খবর আছে, বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। আগামীকাল (আজ) সারা দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার তৈরি করে ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে।’ তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে দেখেছি, নোয়াখালীতে নির্বাচন বানচাল করার জন্য কিছু সরঞ্জাম পুলিশ জব্দ করেছে। এখানে স্থানীয় বিএনপি প্রার্থী মওদুদ আহমদ নির্বাচনের দিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আগাম অভিযোগপত্র প্রিন্ট করে রেখেছেন।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ভোট চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সারা দেশে নাশকতা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যন এইচ টি ইমাম। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আমাদের কাছে এমন খবর আছে, বিএনপি-জামায়াত জোট নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। আগামীকাল (আজ) সারা দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার তৈরি করে ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে।’ তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে দেখেছি, নোয়াখালীতে নির্বাচন বানচাল করার জন্য কিছু সরঞ্জাম পুলিশ জব্দ করেছে। এখানে স্থানীয় বিএনপি প্রার্থী মওদুদ আহমদ নির্বাচনের দিন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আগাম অভিযোগপত্র প্রিন্ট করে রেখেছেন।’