মোবাইল ইন্টারনেট বন্ধ ভোটের আগে
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ভোটের আগের দিন গতকাল শনিবার মধ্যরাতে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর আগে গতকাল দুপুর থেকে আজ রাত ১২টা পর্যন্ত ফোর-জি ও থ্রি-জি মোবাইল সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে মধ্যরাতে মোবাইল অপারেটরগুলোকে টু-জি ইন্টারনেট সেবাও বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি; এতে রাত ১১টার পর ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন গ্রাহকরা। একটি মোবাইল অপারেটরের এক কর্মকর্তা বলেন, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন, রাত ১১টার পর টু-জি ইন্টারনেটও বন্ধ রয়েছে। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান জানান, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিডিনিউজ
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ভোটের আগের দিন গতকাল শনিবার মধ্যরাতে দেশজুড়ে মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর আগে গতকাল দুপুর থেকে আজ রাত ১২টা পর্যন্ত ফোর-জি ও থ্রি-জি মোবাইল সেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরে মধ্যরাতে মোবাইল অপারেটরগুলোকে টু-জি ইন্টারনেট সেবাও বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি; এতে রাত ১১টার পর ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন গ্রাহকরা। একটি মোবাইল অপারেটরের এক কর্মকর্তা বলেন, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন, রাত ১১টার পর টু-জি ইন্টারনেটও বন্ধ রয়েছে। বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান জানান, ‘রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে’ সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিডিনিউজ
শেয়ার করুন