ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
জামায়াতের বিচার দ্রুত শেষ করার দাবি
| ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৬৭তম তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় এ দাবি জানান সংস্থার প্রধান সমন্বয়ক মো. আবদুল হান্নান খান। তিনি বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সংশ্লিষ্ট শাখায় দাখিল করেছি। এরপর ওই প্রতিবেদনের ওপর কোনো চার্জ গঠন হয়নি। আমাদের কাছে সেই প্রতিবেদন ফেরতও পাঠানো হয়নি। চার বছর পেরিয়ে যাওয়ায় আমরা ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে। বিভিন্ন বিচারিক রায়ে দলটিকে অপরাধী সংগঠন হিসেবে উল্লেখ করে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনও জারি করেছে নির্বাচন কমিশন।’
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষিত হওয়ার পর যে মামলাগুলো আপিল বিভাগে বিচারাধীন রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে তদন্ত সংস্থা। সংবাদ সম্মেলনে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
| ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৬৭তম তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় এ দাবি জানান সংস্থার প্রধান সমন্বয়ক মো. আবদুল হান্নান খান। তিনি বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সংশ্লিষ্ট শাখায় দাখিল করেছি। এরপর ওই প্রতিবেদনের ওপর কোনো চার্জ গঠন হয়নি। আমাদের কাছে সেই প্রতিবেদন ফেরতও পাঠানো হয়নি। চার বছর পেরিয়ে যাওয়ায় আমরা ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।’
তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে। বিভিন্ন বিচারিক রায়ে দলটিকে অপরাধী সংগঠন হিসেবে উল্লেখ করে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। জামায়াতের নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনও জারি করেছে নির্বাচন কমিশন।’
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষিত হওয়ার পর যে মামলাগুলো আপিল বিভাগে বিচারাধীন রয়েছে সেগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে তদন্ত সংস্থা। সংবাদ সম্মেলনে সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।