আপনার ভাগ্য
আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি), সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা। | ১৪ জুন, ২০১৯ ০০:০০
মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
কর্মক্ষেত্রে অগ্রগতি নেই, আত্মীয়র থেকে অতৃপ্তি যোগ। বন্ধুরাও পক্ষে কাজ করবেন না।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কাজের জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। কাজের কিছুটা চাপ পড়বে। আয় বাড়বে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
আয়-উপার্জন বাড়বে, কিন্তু দাম্পত্য জীবনে অতৃপ্তি ও অশান্তি থাকবে। আইন পক্ষে কাজ করবে না। রোগের দাপট থেকেই যাচ্ছে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০
নভেম্বর পরিবেশ খুব সুন্দর ও সপক্ষে না থাকায় কাজে অনীহা দেখা দেবে।
মিথুন : ২১ মে-২০ জুন
কর্মক্ষেত্রে তৃপ্তি পাওয়া কঠিন হবে। মানসিক অশান্তি যোগ হবে। রোগে ভোগার শেষ নেই।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
বিদেশ ভ্রমণের ছাড়পত্র পেতে আইনগত ঝামেলা হবে। বন্ধুদের পূর্ণ সমর্থন পাওয়া যাবে না। ব্যয় বাড়বে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
কর্মক্ষেত্রে সব সমস্যার সমাধান হবে। কাজে বন্ধুদের আংশিক সহযোগিতা পাওয়া যাবে। শিক্ষার্থীদের অর্থনৈতিক কিছুটা অসুবিধা থাকতে পারে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
কর্মে কিছুটা অতৃপ্তি থাকবে। অর্থের জন্য সংসারে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মীয়রা কর্মক্ষেত্রে সহযোগিতা করবে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
গোপন শত্রুর তৎপরতায় ব্যয় বাড়বে। আংশিক অর্থ ব্যবসায় লগ্নি হতে পারে। গায়ের ব্যথা বাড়তে পারে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কর্মে অতৃপ্তি থাকলেও ভ্রমণে অতৃপ্তি থাকবে না। ব্যয় বাড়ার জন্য অর্থ সঞ্চয় হবে না। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও আয় বাড়বে না। বিদেশ ভ্রমণের ইচ্ছা হবে। সাবধানে পথ চলুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কাজের চাপ বাড়বে। ব্যবসা গতি পেলেও আয় বাড়বে না। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।
শেয়ার করুন
আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি), সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা। | ১৪ জুন, ২০১৯ ০০:০০

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
কর্মক্ষেত্রে অগ্রগতি নেই, আত্মীয়র থেকে অতৃপ্তি যোগ। বন্ধুরাও পক্ষে কাজ করবেন না।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কাজের জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে। কাজের কিছুটা চাপ পড়বে। আয় বাড়বে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
আয়-উপার্জন বাড়বে, কিন্তু দাম্পত্য জীবনে অতৃপ্তি ও অশান্তি থাকবে। আইন পক্ষে কাজ করবে না। রোগের দাপট থেকেই যাচ্ছে।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০
নভেম্বর পরিবেশ খুব সুন্দর ও সপক্ষে না থাকায় কাজে অনীহা দেখা দেবে।
মিথুন : ২১ মে-২০ জুন
কর্মক্ষেত্রে তৃপ্তি পাওয়া কঠিন হবে। মানসিক অশান্তি যোগ হবে। রোগে ভোগার শেষ নেই।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
বিদেশ ভ্রমণের ছাড়পত্র পেতে আইনগত ঝামেলা হবে। বন্ধুদের পূর্ণ সমর্থন পাওয়া যাবে না। ব্যয় বাড়বে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
কর্মক্ষেত্রে সব সমস্যার সমাধান হবে। কাজে বন্ধুদের আংশিক সহযোগিতা পাওয়া যাবে। শিক্ষার্থীদের অর্থনৈতিক কিছুটা অসুবিধা থাকতে পারে।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
কর্মে কিছুটা অতৃপ্তি থাকবে। অর্থের জন্য সংসারে দুশ্চিন্তা বাড়তে পারে। আত্মীয়রা কর্মক্ষেত্রে সহযোগিতা করবে।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
গোপন শত্রুর তৎপরতায় ব্যয় বাড়বে। আংশিক অর্থ ব্যবসায় লগ্নি হতে পারে। গায়ের ব্যথা বাড়তে পারে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কর্মে অতৃপ্তি থাকলেও ভ্রমণে অতৃপ্তি থাকবে না। ব্যয় বাড়ার জন্য অর্থ সঞ্চয় হবে না। স্বাস্থ্যের দিকে নজর দিন।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও আয় বাড়বে না। বিদেশ ভ্রমণের ইচ্ছা হবে। সাবধানে পথ চলুন।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কাজের চাপ বাড়বে। ব্যবসা গতি পেলেও আয় বাড়বে না। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।