ঢাকাসহ বিভিন্ন সিটিতে জীবাণুনাশক স্প্রে
নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নগরবাসীর সুরক্ষায় রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় গতকাল বুধবার থেকে নিয়মিত সকাল-বিকাল জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, রাজধানীর যেসব এলাকায় জনসমাগম ঘটে, সেসব এলাকায় দিনে দুবার করে জীবাণুনাশক স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য পুলিশের ৮টি ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মোতাবেক সকালে একবার ও বিকেলে আরেকবার জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, ৮টি ওয়াটার ক্যানন দিয়ে ৮ ক্রাইম বিভাগের বিভিন্ন জোনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে; যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। ইতিমধ্যে রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল বিভাগের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে।
করোনা প্রতিরোধে নৌ-পুলিশও জীবাণুনাশক স্প্রে করছে। গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল ও গুলশান-বাড্ডা লিংক রোডসংলগ্ন হাতিরঝিল এলাকায় সকাল ও বিকেলে চলাচলরত গাড়িতে দুই ঘণ্টা করোনা জীবাণুনাশক স্প্রে করা হয়। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীসাধারণের সার্বিক নিরাপত্তার জন্য হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়। নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের উপস্থিতিতে দুই হাজার সদস্য ও তাদের পরিবারকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়।
চট্টগ্রাম নগরের প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক ওষুধ মিশিয়ে দৈনিক ৪২ হাজার লিটার পানি ছিটাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরীজুড়ে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গাজীপুর মহানগরীর জনগণকে স্বাস্থ্য সুরক্ষায় ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে ওয়াটার ক্যানন দিয়ে মহানগর এলাকায় মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

করোনাভাইরাসের সংক্রমণ থেকে নগরবাসীর সুরক্ষায় রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশনায় গতকাল বুধবার থেকে নিয়মিত সকাল-বিকাল জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, রাজধানীর যেসব এলাকায় জনসমাগম ঘটে, সেসব এলাকায় দিনে দুবার করে জীবাণুনাশক স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য পুলিশের ৮টি ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকির মাধ্যমে এই কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই মোতাবেক সকালে একবার ও বিকেলে আরেকবার জীবাণুনাশক ছিটানোর উদ্যোগ নিয়েছে।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, ৮টি ওয়াটার ক্যানন দিয়ে ৮ ক্রাইম বিভাগের বিভিন্ন জোনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়বার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে; যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে। ইতিমধ্যে রমনা, তেজগাঁও, লালবাগ, ওয়ারী, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল বিভাগের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়েছে।
করোনা প্রতিরোধে নৌ-পুলিশও জীবাণুনাশক স্প্রে করছে। গতকাল সদরঘাট লঞ্চ টার্মিনাল ও গুলশান-বাড্ডা লিংক রোডসংলগ্ন হাতিরঝিল এলাকায় সকাল ও বিকেলে চলাচলরত গাড়িতে দুই ঘণ্টা করোনা জীবাণুনাশক স্প্রে করা হয়। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীসাধারণের সার্বিক নিরাপত্তার জন্য হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়। নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের উপস্থিতিতে দুই হাজার সদস্য ও তাদের পরিবারকে করোনাভাইরাস থেকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সাবান, ডেটল, লাইজল, লিকুইড সোপ, পটাশিয়াম পারম্যাংগানেট, ব্লিচিং পাউডার ও মাস্ক বিতরণ করা হয়।
চট্টগ্রাম নগরের প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক ওষুধ মিশিয়ে দৈনিক ৪২ হাজার লিটার পানি ছিটাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে মহানগরীজুড়ে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গাজীপুর মহানগরীর জনগণকে স্বাস্থ্য সুরক্ষায় ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে ওয়াটার ক্যানন দিয়ে মহানগর এলাকায় মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে।