করোনাঝুঁকি নিয়ে হাইকোর্ট
সাংবাদিক-আইনশৃঙ্খলা বাহিনীর সুরক্ষা সরঞ্জাম ব্যবস্থার আশা
নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকদের সুরক্ষা সরঞ্জাম নিশ্চিতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে অভিমত ব্যক্ত করেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ নির্দেশনামূলক অভিমত দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, ‘সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত সদস্যরা যারা নিজেদের করোনাভাইরাস মোকাবিলায় উৎসর্গ করেছেন, তাদের নিরাপত্তার লক্ষ্যে নিরাপদ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট নিজ নিজ দপ্তরের খরচে ক্রয় করে সরবরাহ করবে। এ ছাড়া সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মালিক পক্ষ নিজ নিজ খরচে তাদের সাংবাদিকদের নিরাপদ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জামাদি দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করবেÑ আদালত এমনটাই প্রত্যাশা করে।’ করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে গত ২৩ মার্চ জনস্বার্থে এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকদের সুরক্ষা সরঞ্জাম নিশ্চিতে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে অভিমত ব্যক্ত করেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ নির্দেশনামূলক অভিমত দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে।
হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, ‘সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত সদস্যরা যারা নিজেদের করোনাভাইরাস মোকাবিলায় উৎসর্গ করেছেন, তাদের নিরাপত্তার লক্ষ্যে নিরাপদ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট নিজ নিজ দপ্তরের খরচে ক্রয় করে সরবরাহ করবে। এ ছাড়া সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মালিক পক্ষ নিজ নিজ খরচে তাদের সাংবাদিকদের নিরাপদ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জামাদি দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করবেÑ আদালত এমনটাই প্রত্যাশা করে।’ করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে দায়িত্বপালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম সরবরাহের নির্দেশনা চেয়ে গত ২৩ মার্চ জনস্বার্থে এ আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন।