ফিরতে না পেরে ঢাকায় ভারতীয় ৮০ শিক্ষার্থী
যশোর প্রতিনিধি | ২৬ মার্চ, ২০২০ ০০:০০
দেশে ফিরতে না পেরে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে অধ্যয়নরত ভারতের ৮০ শিক্ষার্থী। গত মঙ্গলবার সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পরও দেশটির পেট্রাপোল ইমিগ্রেশন কর্র্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে চেয়েছিলেন জম্মু-কাশ্মীরের ওই শিক্ষার্থীরা।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, করোনাভাইরাসের কারণে পশ্চিমবঙ্গে লকডাউন থাকায় তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ।
শেয়ার করুন
যশোর প্রতিনিধি | ২৬ মার্চ, ২০২০ ০০:০০

দেশে ফিরতে না পেরে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশে অধ্যয়নরত ভারতের ৮০ শিক্ষার্থী। গত মঙ্গলবার সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পরও দেশটির পেট্রাপোল ইমিগ্রেশন কর্র্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা। করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরতে চেয়েছিলেন জম্মু-কাশ্মীরের ওই শিক্ষার্থীরা।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, করোনাভাইরাসের কারণে পশ্চিমবঙ্গে লকডাউন থাকায় তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্র্তৃপক্ষ।
শেয়ার করুন