‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত
গাজীপুর প্রতিনিধি | ২৩ মে, ২০২০ ০০:০০
গাজীপুর মহানগরীর টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আবু সুফিয়ান (২১) নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর মধুমিতা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। আবু সুফিয়ানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার মনসুরাবাদে। টঙ্গী এলাকায় সে ভাড়া থাকত।
র্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত ১৫ মে টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেলগেট বেলতলার মামুন মিয়ার মেয়ে মাদ্রাসাছাত্রী চাঁদনীকে (৭) চকোলেটের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। গত ১৮ মে মামলার এক কিশোর আসামিকে (১৫) গ্রেপ্তার করা হয়। পরে সে আদালতে জবানবন্দি দেয়।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২৩ মে, ২০২০ ০০:০০

গাজীপুর মহানগরীর টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আবু সুফিয়ান (২১) নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর মধুমিতা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। আবু সুফিয়ানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থানার মনসুরাবাদে। টঙ্গী এলাকায় সে ভাড়া থাকত।
র্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত ১৫ মে টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রেলগেট বেলতলার মামুন মিয়ার মেয়ে মাদ্রাসাছাত্রী চাঁদনীকে (৭) চকোলেটের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। গত ১৮ মে মামলার এক কিশোর আসামিকে (১৫) গ্রেপ্তার করা হয়। পরে সে আদালতে জবানবন্দি দেয়।
শেয়ার করুন