সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০
ঢাকা ও কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে কবি সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এদিন প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার অগ্রন্থিত উপন্যাস ‘যে কোনো দরজা’। ১৯৬১ সালে সচিত্র সন্ধানী পত্রিকায় প্রকাশিত তার ২৬ বছর বয়সে রচিত এই উপন্যাসটি সংগ্রহ ও ভূমিকা লিখেছেন গবেষক অনুপম হায়াৎ। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী মিস্ত্রী।
অন্যদিকে বৈরী আবহাওয়ায় গতকাল রবিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরের কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, কলেজ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি, উত্তরবঙ্গ জাদুঘরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা।
এর আগে গত শুক্রবার রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে চাইল্ড হেভেন স্কুলে (সোহরাওয়ার্দী কলেজের পাশে) দুদিনের নাট্যোৎসবের মাধ্যমে যাত্রা শুরু করে সৈয়দ শামসুল হক মিলনায়তন। উদ্বোধন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০

ঢাকা ও কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে কবি সৈয়দ শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। এদিন প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার অগ্রন্থিত উপন্যাস ‘যে কোনো দরজা’। ১৯৬১ সালে সচিত্র সন্ধানী পত্রিকায় প্রকাশিত তার ২৬ বছর বয়সে রচিত এই উপন্যাসটি সংগ্রহ ও ভূমিকা লিখেছেন গবেষক অনুপম হায়াৎ। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী মিস্ত্রী।
অন্যদিকে বৈরী আবহাওয়ায় গতকাল রবিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরের কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, কলেজ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা আইনজীবী সমিতি, উত্তরবঙ্গ জাদুঘরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা।
এর আগে গত শুক্রবার রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারে চাইল্ড হেভেন স্কুলে (সোহরাওয়ার্দী কলেজের পাশে) দুদিনের নাট্যোৎসবের মাধ্যমে যাত্রা শুরু করে সৈয়দ শামসুল হক মিলনায়তন। উদ্বোধন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।