মানিকগঞ্জে বাস খাদে, নিহত ৩
মানিকগঞ্জ ও নাটোর প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসযাত্রী সদর উপজেলার বেতিলা গ্রামের আবদুল হামিদের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং পথচারী নিখিল সরকার (২৫)।
সিঙ্গাইর থানার ওসি রকিবুজ্জামান জানান, বেলা ২টার দিকে হরিরামপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুকতারা পরিবহনের বাসটি ঋষিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় ও আনোয়ারা মারা যান। নিখিলের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি।
এদিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল উপজেলার মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক মোল্লা (ট্রাকচালক) রাজবাড়ী সদর উপজেলার এরেন্দা গ্রামের হবিবর রহমান মোল্লার ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার মহিষভাঙ্গা এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকচালক তারেক ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।
শেয়ার করুন
মানিকগঞ্জ ও নাটোর প্রতিনিধি | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসযাত্রী সদর উপজেলার বেতিলা গ্রামের আবদুল হামিদের স্ত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং পথচারী নিখিল সরকার (২৫)।
সিঙ্গাইর থানার ওসি রকিবুজ্জামান জানান, বেলা ২টার দিকে হরিরামপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুকতারা পরিবহনের বাসটি ঋষিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হৃদয় ও আনোয়ারা মারা যান। নিখিলের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি।
এদিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল উপজেলার মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক মোল্লা (ট্রাকচালক) রাজবাড়ী সদর উপজেলার এরেন্দা গ্রামের হবিবর রহমান মোল্লার ছেলে। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার মহিষভাঙ্গা এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকচালক তারেক ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।