রাজনীতির মাঠ এখন উত্তপ্ত : খোকন
নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেছেন, ‘রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। জনগণ এখন ম্যাচ আর বারুদের মতো হয়ে আছে। আন্দোলনের ডাক দিলেই তারা ঝাঁপিয়ে পড়বে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের অসুস্থ নেতাকর্মীর সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
খোকন বলেন বলেন, ‘দেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। স্বাধীনতার এতদিন পরেও পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত হতে পারিনি। দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে ক্ষমতাসীন অবৈধ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ঘরে বসে থেকে বক্তব্য দিয়ে সরকারের পতন হবে না। তাই আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ উত্তপ্ত করতে হবে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন বলেছেন, ‘রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। জনগণ এখন ম্যাচ আর বারুদের মতো হয়ে আছে। আন্দোলনের ডাক দিলেই তারা ঝাঁপিয়ে পড়বে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের বিভিন্ন পর্যায়ের অসুস্থ নেতাকর্মীর সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
খোকন বলেন বলেন, ‘দেশ একটি কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। স্বাধীনতার এতদিন পরেও পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা মুক্ত হতে পারিনি। দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে ক্ষমতাসীন অবৈধ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ঘরে বসে থেকে বক্তব্য দিয়ে সরকারের পতন হবে না। তাই আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ উত্তপ্ত করতে হবে।’