রাজধানীতে জাল ভিসা চক্রের প্রধান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
রাজধানীর মিরপুরের শাহআলী এলাকা থেকে জাল ভিসা চক্রের হোতা সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
তিনি জানান, আসামি দীর্ঘদিন থেকে মিরপুরের বিশিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লিমিটেড নামে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করত। প্রতারণার অংশ হিসেবে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের জাল ভিসা দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। অসাধু ও প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের জোরালোভাবে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

রাজধানীর মিরপুরের শাহআলী এলাকা থেকে জাল ভিসা চক্রের হোতা সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
তিনি জানান, আসামি দীর্ঘদিন থেকে মিরপুরের বিশিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লিমিটেড নামে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করত। প্রতারণার অংশ হিসেবে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের জাল ভিসা দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। অসাধু ও প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের জোরালোভাবে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন