কালশী বস্তিতে ফের অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
এক বছরের মাথায় কালশী বস্তিতে আবারও আগুনের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের পুকুরপাড়ের এই বস্তিতে অগ্নিকান্ড হয়। এতে অর্ধ শতাধিক ঘর ও দোকান পুড়ে যায়। গত মঙ্গলবার রাত ২টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ২০১৯ সালে ২৬ ডিসেম্বর মধ্যরাতে এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম দেশ রূপান্তরকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর, তেজগাঁও, কুর্মিটোলা ও টঙ্গী থেকে ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়। অগ্নিকান্ডে বস্তির ৪৩টি টিনশেড ঘর পুড়ে যায়।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

এক বছরের মাথায় কালশী বস্তিতে আবারও আগুনের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের পুকুরপাড়ের এই বস্তিতে অগ্নিকান্ড হয়। এতে অর্ধ শতাধিক ঘর ও দোকান পুড়ে যায়। গত মঙ্গলবার রাত ২টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ২০১৯ সালে ২৬ ডিসেম্বর মধ্যরাতে এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম দেশ রূপান্তরকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর, তেজগাঁও, কুর্মিটোলা ও টঙ্গী থেকে ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়। অগ্নিকান্ডে বস্তির ৪৩টি টিনশেড ঘর পুড়ে যায়।