‘চিকিৎসার অভাবে’ মারা গেলেন তাজরীনের আন্দোলনরত শ্রমিক
নিজস্ব প্রতিবেদক ও সাভার প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শারমিন আক্তার নামে অসুস্থ এক শ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নানার বাড়িতে তার মৃত্যু হয়। তাজরীনে আগুন লাগার ঘটনায় আহত শ্রমিকদের চলমান আন্দোলনে অংশ নিয়েছিলেন শারমিন। তার স্বজন ও শ্রমিক নেতারা এসব তথ্য জানান।
শারমিনের পরিবার ও স্থানীয় শ্রমিক নেতারা বলেন, শারমিন তাজরীন ফ্যাশনসের চতুর্থ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তার ১৩ ও ৮ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। স্বামী আব্দুল করিম দিনমজুর। শারমিন আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নানা সিরাজুল ইসলামের বাড়িতে থাকতেন।
শ্রমিক নেতা রাকিবুল ইসলাম সোহাগ বলেন, ‘ক্ষতিপূরণের দাবিতে গত ৭০ দিনের বেশি সময় ধরে চলমান অনশনে অংশ নিয়েছিলেন শারমিন। অসুস্থ হয়ে গেলে সহকর্মীরা তাকে আশুলিয়ায় বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু ভালো চিকিৎসা না পেয়ে বুধবার সকালে তিনি মারা যান।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক ও সাভার প্রতিনিধি | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শারমিন আক্তার নামে অসুস্থ এক শ্রমিক মারা গেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নানার বাড়িতে তার মৃত্যু হয়। তাজরীনে আগুন লাগার ঘটনায় আহত শ্রমিকদের চলমান আন্দোলনে অংশ নিয়েছিলেন শারমিন। তার স্বজন ও শ্রমিক নেতারা এসব তথ্য জানান।
শারমিনের পরিবার ও স্থানীয় শ্রমিক নেতারা বলেন, শারমিন তাজরীন ফ্যাশনসের চতুর্থ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন। তার ১৩ ও ৮ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। স্বামী আব্দুল করিম দিনমজুর। শারমিন আশুলিয়ার ইয়ারপুর টানপাড়া এলাকায় নানা সিরাজুল ইসলামের বাড়িতে থাকতেন।
শ্রমিক নেতা রাকিবুল ইসলাম সোহাগ বলেন, ‘ক্ষতিপূরণের দাবিতে গত ৭০ দিনের বেশি সময় ধরে চলমান অনশনে অংশ নিয়েছিলেন শারমিন। অসুস্থ হয়ে গেলে সহকর্মীরা তাকে আশুলিয়ায় বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু ভালো চিকিৎসা না পেয়ে বুধবার সকালে তিনি মারা যান।’