ঐতিহ্যের ৭ দিনব্যাপী বই উৎসব আজ শুরু
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০
রাজধানীর বেঙ্গল বই প্রাঙ্গণে সাত দিনব্যাপী একক বই উৎসব আয়োজন করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐহিত্য’। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হচ্ছে এই বই উৎসব। ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বই উৎসব চলবে।
ঐতিহ্যের প্রধান নির্বাহী (সিইও) আরিফুর রহমান নাঈম দেশ রূপান্তরকে বলেন, প্রতি বছর ঢাকা এবং ঢাকার বাইরে ঐতিহ্য আয়োজন করে একক বই উৎসবের। যার প্রতি পাঠকদের তুমুল আগ্রহ লক্ষ করা যায়। বর্তমান করোনাকালে এ ধরনের আয়োজন অনেকটা কষ্টসাধ্য। তবুও পাঠকদের উপর্যুপরি অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বেঙ্গল বই প্রাঙ্গণে এই বই উৎসব শুরু হচ্ছে। সাত দিনব্যাপী উৎসবে পাঠকেরা ঐহিত্য প্রকাশিত বইগুলো বিশেষ ছাড়ে সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া বই উৎসব উপলক্ষে ঐতিহ্য প্রকাশ করেছে ৪টি নতুন বই। পাশাপাশি ৩০ খণ্ড রবীন্দ্র-রচনাবলিসহ বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ, শরৎ, ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর ও আল মাহমুদ রচনাবলি সংগ্রহের সুযোগ রয়েছে উৎসবে। ঐতিহ্য প্রকাশনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উৎসবে পাঠকেরা ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বই কিনতে পারবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে, রচনাবলিতেও থাকবে বিশেষ ছাড়। এ ছাড়া বিকাশ পেমেন্টে থাকছে আনলিমিটেড ১০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক এবং ক্রেডিট/ডেবিট কার্ডে পেমেন্টের সুযোগ। অনলাইন ক্রয়ের ক্ষেত্রেও থাকছে ছাড়ের ও বিকাশ ক্যাশব্যাক সুবিধা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০

রাজধানীর বেঙ্গল বই প্রাঙ্গণে সাত দিনব্যাপী একক বই উৎসব আয়োজন করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঐহিত্য’। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হচ্ছে এই বই উৎসব। ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বই উৎসব চলবে।
ঐতিহ্যের প্রধান নির্বাহী (সিইও) আরিফুর রহমান নাঈম দেশ রূপান্তরকে বলেন, প্রতি বছর ঢাকা এবং ঢাকার বাইরে ঐতিহ্য আয়োজন করে একক বই উৎসবের। যার প্রতি পাঠকদের তুমুল আগ্রহ লক্ষ করা যায়। বর্তমান করোনাকালে এ ধরনের আয়োজন অনেকটা কষ্টসাধ্য। তবুও পাঠকদের উপর্যুপরি অনুরোধের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বেঙ্গল বই প্রাঙ্গণে এই বই উৎসব শুরু হচ্ছে। সাত দিনব্যাপী উৎসবে পাঠকেরা ঐহিত্য প্রকাশিত বইগুলো বিশেষ ছাড়ে সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া বই উৎসব উপলক্ষে ঐতিহ্য প্রকাশ করেছে ৪টি নতুন বই। পাশাপাশি ৩০ খণ্ড রবীন্দ্র-রচনাবলিসহ বিভূতিভূষণ, মানিক, জীবনানন্দ, শরৎ, ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর ও আল মাহমুদ রচনাবলি সংগ্রহের সুযোগ রয়েছে উৎসবে। ঐতিহ্য প্রকাশনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উৎসবে পাঠকেরা ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বই কিনতে পারবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে, রচনাবলিতেও থাকবে বিশেষ ছাড়। এ ছাড়া বিকাশ পেমেন্টে থাকছে আনলিমিটেড ১০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক এবং ক্রেডিট/ডেবিট কার্ডে পেমেন্টের সুযোগ। অনলাইন ক্রয়ের ক্ষেত্রেও থাকছে ছাড়ের ও বিকাশ ক্যাশব্যাক সুবিধা।