অনশনরত সেই কলেজছাত্রীর বিয়ে প্রেমিকের সঙ্গেই
নাটোর প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করে আসছিলেন কলেজছাত্রী পপি খাতুন। অনড় মনোভাব নিয়ে অনশনে বসেন তিনি। নানা নাটকীয়তার মধ্যে অবশেষে গত সোমবার সন্ধ্যায় পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে ৬ লাখ ১ টাকা দেনমোহরে প্রেমিক সাইফুল ইসলামের সঙ্গে কলেজছাত্রী পপির বিয়ে হয়।
ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীকোল গ্রামে।
সাইফুল ওই গ্রামের সিদ্দিক ম-লের ছেলে। আর পপি একই গ্রামের সোনার মোড় এলাকার মৃত সোবাহান ম-লের মেয়ে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দীন।
জানা যায়, দুই বছর প্রেম করার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন মাস পপিকে স্ত্রী পরিচয় দিয়ে গাজীপুরের কামরাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন সাইফুল। পরে নাটোর আসার পর তিনি পপিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। গত শুক্রবার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন কলেজছাত্রী পপি। অনশনের চার দিনের মাথায় বিয়েতে রাজি হন প্রেমিক সাইফুল ও তার পরিবারের সদস্যরা। পরে সোমবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পূর্ণ করেন এলাকাবাসী। দুপক্ষের অভিভাবকরা ৬ লাখ ১ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন করেন।
শেয়ার করুন
নাটোর প্রতিনিধি | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করে আসছিলেন কলেজছাত্রী পপি খাতুন। অনড় মনোভাব নিয়ে অনশনে বসেন তিনি। নানা নাটকীয়তার মধ্যে অবশেষে গত সোমবার সন্ধ্যায় পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে ৬ লাখ ১ টাকা দেনমোহরে প্রেমিক সাইফুল ইসলামের সঙ্গে কলেজছাত্রী পপির বিয়ে হয়।
ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষ্মীকোল গ্রামে।
সাইফুল ওই গ্রামের সিদ্দিক ম-লের ছেলে। আর পপি একই গ্রামের সোনার মোড় এলাকার মৃত সোবাহান ম-লের মেয়ে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দীন।
জানা যায়, দুই বছর প্রেম করার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন মাস পপিকে স্ত্রী পরিচয় দিয়ে গাজীপুরের কামরাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন সাইফুল। পরে নাটোর আসার পর তিনি পপিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। গত শুক্রবার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন কলেজছাত্রী পপি। অনশনের চার দিনের মাথায় বিয়েতে রাজি হন প্রেমিক সাইফুল ও তার পরিবারের সদস্যরা। পরে সোমবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পূর্ণ করেন এলাকাবাসী। দুপক্ষের অভিভাবকরা ৬ লাখ ১ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পন্ন করেন।