হাইকোর্টে পুলিশের প্রতিবেদন
বঙ্গবন্ধুর ম্যুরাল ও ভাস্কর্যের নিরাপত্তা দেওয়া হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
সারা দেশে নির্মিত ও নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা সার্বক্ষণিক নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে এ সংক্রান্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার আদালতে দাখিল করা হয়। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটির ওপর শুনানি হয়। প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। এ সংক্রান্ত আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী বশির আহমেদ।
গত ৭ ডিসেম্বর এক আদেশে দেশের সব জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধুর সব ম্যুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতির নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলে হাইকোর্ট।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

সারা দেশে নির্মিত ও নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা সার্বক্ষণিক নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ মহাপরিদর্শকের পক্ষে এ সংক্রান্ত প্রতিবেদন গতকাল মঙ্গলবার আদালতে দাখিল করা হয়। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটির ওপর শুনানি হয়। প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। এ সংক্রান্ত আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী বশির আহমেদ।
গত ৭ ডিসেম্বর এক আদেশে দেশের সব জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধুর সব ম্যুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতির নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলে হাইকোর্ট।