মধুমতি ব্যাংক
আমি দায়িত্ব নেওয়ার আগেই ডিএসসিসির টাকা ছিল : তাপস
নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
করপোরেশনের দায়িত্ব নেওয়ার আগেই মধুমতি ব্যাংকের সঙ্গে সিটি করপোরেশনের ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন অতি উৎসাহী কিছু ব্যক্তি করেছেন। মামলার আবেদন প্রত্যাহার করতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে সাকরাইন (ঘুড়ি উৎসব) নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, গতকাল (সোমবার) যে দুটি মামলার আবেদন হয়েছে, তার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। সেগুলো অতি উৎসাহী কিছু ব্যক্তি তার অনুমতি ছাড়াই করেছেন।
মেয়র তাপস বলেন, ‘পাল্টাপাল্টি বক্তব্য আসলে হাস্যকর হয়ে গেছে। এ বিষয়ে কথা বলা সমীচীন নয়। কারণ আমি একটি দায়িত্বশীল পদে রয়েছি। অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন। দায়িত্বশীল পদে যিনি থাকেন, তাকে নিয়ে নানা মন্তব্য আসতে পারে। সব মন্তব্য তো আর গুরুত্ব বহন করে না। সেটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাও সমীচীন নয়।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

করপোরেশনের দায়িত্ব নেওয়ার আগেই মধুমতি ব্যাংকের সঙ্গে সিটি করপোরেশনের ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন অতি উৎসাহী কিছু ব্যক্তি করেছেন। মামলার আবেদন প্রত্যাহার করতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে সাকরাইন (ঘুড়ি উৎসব) নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র বলেন, গতকাল (সোমবার) যে দুটি মামলার আবেদন হয়েছে, তার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। সেগুলো অতি উৎসাহী কিছু ব্যক্তি তার অনুমতি ছাড়াই করেছেন।
মেয়র তাপস বলেন, ‘পাল্টাপাল্টি বক্তব্য আসলে হাস্যকর হয়ে গেছে। এ বিষয়ে কথা বলা সমীচীন নয়। কারণ আমি একটি দায়িত্বশীল পদে রয়েছি। অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন। দায়িত্বশীল পদে যিনি থাকেন, তাকে নিয়ে নানা মন্তব্য আসতে পারে। সব মন্তব্য তো আর গুরুত্ব বহন করে না। সেটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাও সমীচীন নয়।’