মেয়র তাপসের নামে ফেইসবুক আইডি খুলে প্রতারণা
নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তারা হচ্ছে মো. জাকারিয়া ও মো. একরামুল হক ওরফে রাজু। এ সময় তাদের হেফাজত হতে ইলেকট্রনিক ডিভাইস, একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের সিম উদ্ধার করা হয়। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ালিদ হোসেন জানান, গত ১০ জানুয়ারি থেকে ধারাবাহিক অভিযানে রংপুর ও গাজীপুর থেকে জাকারিয়া ও একরামুলকে গ্রেপ্তার করা হয। ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মেয়রের এপিএস মনিরুল ইসলাম গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম এ মামলা তদন্ত করে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারি, ২০২১ ০০:০০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তারা হচ্ছে মো. জাকারিয়া ও মো. একরামুল হক ওরফে রাজু। এ সময় তাদের হেফাজত হতে ইলেকট্রনিক ডিভাইস, একটি স্মার্ট ফোন ও টাকা লেনদেন করার কাজে ব্যবহৃত একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের সিম উদ্ধার করা হয়। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ালিদ হোসেন জানান, গত ১০ জানুয়ারি থেকে ধারাবাহিক অভিযানে রংপুর ও গাজীপুর থেকে জাকারিয়া ও একরামুলকে গ্রেপ্তার করা হয। ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে মেয়রের এপিএস মনিরুল ইসলাম গত ১ জানুয়ারি শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম এ মামলা তদন্ত করে।