নারীকে দল বেঁধে ধর্ষণ
শরীয়তপুর প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক নারীকে (৩১) দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের শুভ ফকির (২৫) ও আরিফ কাজি (২৪)। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, তিনি ২০২০ সালের ২৪ অক্টোবর রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামের মোতালেব মালতের ছেলে রাশেদ মালতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) মামলা করেন। সেই মামলার উত্তোলন ও মীমাংসার জন্য বর্তমান মামলার প্রধান আসামি বিল্লাল কাজি (৩৫) মাঝেমধ্যেই ওই নারীকে ফোন করত। বৃহস্পতিবার ওই নারীকে বিল্লাল ফোন করে ডেকে নিয়ে রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত ও তার ছেলে সজিব মীর মালতের উপস্থিতিতে রাশেদ মালতের সঙ্গে রেজিস্ট্রি কাবিন (বিয়ে) পড়ানোর কথা বলে। বিকেল ৫টার দিকে ওই নারী রাশেদ মালতের বাড়ি গিয়ে অপেক্ষা করে। চেয়ারম্যান ও তার ছেলে এলাকায় না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত ২-৩ জন ওই নারীকে জোরপূর্বক বাড়ির পূর্বপাশের সরিষা ক্ষেতসংলগ্ন বেতের ঝোপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
শেয়ার করুন
শরীয়তপুর প্রতিনিধি | ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক নারীকে (৩১) দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের শুভ ফকির (২৫) ও আরিফ কাজি (২৪)। এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, তিনি ২০২০ সালের ২৪ অক্টোবর রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামের মোতালেব মালতের ছেলে রাশেদ মালতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) মামলা করেন। সেই মামলার উত্তোলন ও মীমাংসার জন্য বর্তমান মামলার প্রধান আসামি বিল্লাল কাজি (৩৫) মাঝেমধ্যেই ওই নারীকে ফোন করত। বৃহস্পতিবার ওই নারীকে বিল্লাল ফোন করে ডেকে নিয়ে রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত ও তার ছেলে সজিব মীর মালতের উপস্থিতিতে রাশেদ মালতের সঙ্গে রেজিস্ট্রি কাবিন (বিয়ে) পড়ানোর কথা বলে। বিকেল ৫টার দিকে ওই নারী রাশেদ মালতের বাড়ি গিয়ে অপেক্ষা করে। চেয়ারম্যান ও তার ছেলে এলাকায় না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত ২-৩ জন ওই নারীকে জোরপূর্বক বাড়ির পূর্বপাশের সরিষা ক্ষেতসংলগ্ন বেতের ঝোপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।