এক সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি
নিজস্ব প্রতিবেদক | ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০
আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ছয় দফা দাবি না মানলে কঠোর আন্দোলন ও উচ্চ আদালতে যাওয়ার হুমকি দিয়েছে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমিটি’। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ হুমকি দেওয়া হয়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে; সব সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ ও বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকে শতভাগ বাস্তবায়ন এবং স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণসহ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সব পদে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৬ জানুয়ারি, ২০২১ ০০:০০

আগামী এক সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ ছয় দফা দাবি না মানলে কঠোর আন্দোলন ও উচ্চ আদালতে যাওয়ার হুমকি দিয়েছে ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমিটি’। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ হুমকি দেওয়া হয়।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে; সব সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ ও বিশেষ কমিশন গঠন করে প্রিলিমিনারি থেকে শতভাগ বাস্তবায়ন এবং স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত পদগুলো বিশেষ নিয়োগের মাধ্যমে পূরণসহ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সব পদে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে।