ইশরাত নিশাত স্মরণ
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০
গান ও কথামালায় স্মরণ করা হলো প্রয়াত নাট্যজন ইশরাত নিশাতকে। গতকাল বুধবার নিশাতের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছিল নাট্য সংগঠন ‘দেশ নাটক’। এছাড়া থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’ প্রকাশ করেছে ইশরাত নিশাতকে নিয়ে বিশেষ স্মরণ সংখ্যা। ২০২০ সালের ১৯ জানুয়ারি মধ্যরাতে মারা যান ইশরাত নিশাত।
প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় নিশাত স্মরণানুষ্ঠান। নিশাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রদর্শন করা হয় তৌহিদ মিতুল নির্মিত তথ্যচিত্র। এর আগে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত। অনুষ্ঠানে নিশাতকে নিয়ে স্মৃতিচারণ করেন নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, আসাদুজ্জামান নূর, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, কামাল বায়েজীদ, অনন্ত হিরা প্রমুখ। এছাড়া ইশরাত নিশাত পদকের নীতিমালা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান প্রাঙ্গণেই নাট্যশালার লবিতে ছিল থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র স্টল। সেখানে সাজানো ছিল ইশরাত নিশাত স্মরণ সংখ্যা। এ সংখ্যাটিতে লিখেছেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, মলয় ভৌমিক, হাসান আরিফ, মাসুম রেজা, হাসান শাহরিয়ার, শিমুল মুস্তাফা, শুভাশিস সিনহা, অনন্ত হিরা প্রমুখ। সংখ্যাটির সম্পাদক পাভেল রহমান ও নির্বাহী সম্পাদক অপু মেহেদী। প্রচ্ছদ করেছেন শাহনাজ জাহান এবং ব্যবস্থাপনা সম্পাদক প্রসেনজিৎ রায় ও মাহফুজ সুমন।
স্মরণানুষ্ঠানের বক্তৃতায় নিশাতের বোন নারিতা বলেন, ‘ইশরাত নিশাত নাটকের মানুষদের পরিবার মনে করত। নাটকের মানুষরাও তাকে ভালোবেসে এ অনুষ্ঠান করছে। এক বছর পেরিয়ে গেছে ইশরাত নিশাত নেই। তবুও নিশাত আছে আমাদের সঙ্গে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০

গান ও কথামালায় স্মরণ করা হলো প্রয়াত নাট্যজন ইশরাত নিশাতকে। গতকাল বুধবার নিশাতের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছিল নাট্য সংগঠন ‘দেশ নাটক’। এছাড়া থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’ প্রকাশ করেছে ইশরাত নিশাতকে নিয়ে বিশেষ স্মরণ সংখ্যা। ২০২০ সালের ১৯ জানুয়ারি মধ্যরাতে মারা যান ইশরাত নিশাত।
প্রয়াণ দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় নিশাত স্মরণানুষ্ঠান। নিশাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রদর্শন করা হয় তৌহিদ মিতুল নির্মিত তথ্যচিত্র। এর আগে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত। অনুষ্ঠানে নিশাতকে নিয়ে স্মৃতিচারণ করেন নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, আসাদুজ্জামান নূর, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ, কামাল বায়েজীদ, অনন্ত হিরা প্রমুখ। এছাড়া ইশরাত নিশাত পদকের নীতিমালা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান প্রাঙ্গণেই নাট্যশালার লবিতে ছিল থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র স্টল। সেখানে সাজানো ছিল ইশরাত নিশাত স্মরণ সংখ্যা। এ সংখ্যাটিতে লিখেছেন রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, মলয় ভৌমিক, হাসান আরিফ, মাসুম রেজা, হাসান শাহরিয়ার, শিমুল মুস্তাফা, শুভাশিস সিনহা, অনন্ত হিরা প্রমুখ। সংখ্যাটির সম্পাদক পাভেল রহমান ও নির্বাহী সম্পাদক অপু মেহেদী। প্রচ্ছদ করেছেন শাহনাজ জাহান এবং ব্যবস্থাপনা সম্পাদক প্রসেনজিৎ রায় ও মাহফুজ সুমন।
স্মরণানুষ্ঠানের বক্তৃতায় নিশাতের বোন নারিতা বলেন, ‘ইশরাত নিশাত নাটকের মানুষদের পরিবার মনে করত। নাটকের মানুষরাও তাকে ভালোবেসে এ অনুষ্ঠান করছে। এক বছর পেরিয়ে গেছে ইশরাত নিশাত নেই। তবুও নিশাত আছে আমাদের সঙ্গে।’