বঙ্গোপসাগরে ট্রলারডুবি ৪ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০
কক্সবাজারের সেন্টমার্টিন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কোস্ট গার্ড সদস্যরা। গতকাল শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
সেন্টমার্টিন কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে ২৬ জেলেসহ এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। এসময় ট্রলারটি ডুবে চারজন প্রাণ হারায়। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।
তিনি জানান, মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় অন্য জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ডুবে যাওয়া ট্রেলারের এখনো সন্ধান পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকানাধীন এফভি যানযাবিল নামে ট্রলারটি।
শেয়ার করুন
কক্সবাজার প্রতিনিধি | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০

কক্সবাজারের সেন্টমার্টিন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কোস্ট গার্ড সদস্যরা। গতকাল শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
সেন্টমার্টিন কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, চট্টগ্রাম থেকে ২৬ জেলেসহ এফভি যানযাবিল নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরতে যায়। এসময় ট্রলারটি ডুবে চারজন প্রাণ হারায়। এ ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।
তিনি জানান, মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় অন্য জেলেদের সহায়তায় নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ডুবে যাওয়া ট্রেলারের এখনো সন্ধান পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত এক সপ্তাহ আগে চট্টগ্রামের কর্ণফুলী থেকে ২৬ জেলে নিয়ে মাছ ধরতে যায় স্থানীয় বহদ্দার মোহাম্মদ আলীর মালিকানাধীন এফভি যানযাবিল নামে ট্রলারটি।