দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানজট
পারের জন্য গাড়ির দীর্ঘ সারি
সরোয়ার আহমেদ (গোয়ালন্দ রাজবাড়ী) প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
টানা তিন দিন সরকারি ছুটি শেষে ঢাকায় ফেরা ও ফরিদপুরের সদরপুর আটরশির ওরস মিলিয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদী পারের জন্য অপেক্ষা করছিল প্রায় ৬ শতাধিক যানবাহন। এর মধ্যে দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও সাড়ে চার শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। তবে ছোট গাড়ির তেমন একটা চাপ নেই।
গতকাল সোমবার সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার সড়কের ওপর নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় সাড়ে চার শতাধিক বাস ও ট্রাক। অন্যদিকে গোয়ালন্দ মোড়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর দিকে প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
যশোর থেকে ছেড়ে আসা ট্রাকচালক মহব্বত হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে এলে এখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ আমাদের এখান থেকে ঘাটে যেতে না দিয়ে রাজবাড়ীর দিকে ঘুরিয়ে দেন। এখনো এখান থেকে যেতে পারিনি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি গতকাল বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচা পণ্যবাহী ট্রাকগুলোকে নদী পারের সুযোগ করে দেওয়া হচ্ছে।
শেয়ার করুন
সরোয়ার আহমেদ (গোয়ালন্দ রাজবাড়ী) প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

টানা তিন দিন সরকারি ছুটি শেষে ঢাকায় ফেরা ও ফরিদপুরের সদরপুর আটরশির ওরস মিলিয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। গতকাল বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পদ্মা নদী পারের জন্য অপেক্ষা করছিল প্রায় ৬ শতাধিক যানবাহন। এর মধ্যে দেড় শতাধিক যাত্রীবাহী বাস ও সাড়ে চার শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। তবে ছোট গাড়ির তেমন একটা চাপ নেই।
গতকাল সোমবার সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার সড়কের ওপর নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় সাড়ে চার শতাধিক বাস ও ট্রাক। অন্যদিকে গোয়ালন্দ মোড়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর দিকে প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
যশোর থেকে ছেড়ে আসা ট্রাকচালক মহব্বত হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে এলে এখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ আমাদের এখান থেকে ঘাটে যেতে না দিয়ে রাজবাড়ীর দিকে ঘুরিয়ে দেন। এখনো এখান থেকে যেতে পারিনি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি গতকাল বলেন, অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচা পণ্যবাহী ট্রাকগুলোকে নদী পারের সুযোগ করে দেওয়া হচ্ছে।