চাঁদপুরে বরযাত্রীবাহী ট্রলারডুবি, শিশু নিখোঁজ
চাঁদপুর প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গত রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নববধূসহ অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় অর্পিতা রানী দাস নামে এক শিশু নিখোঁজ রয়েছে এল জানা গেছে।
স্থানীয়রা জানান, রবিবার বরের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য নববধূসহ অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে ট্রলারযোগে রওনা হয়। পথিমধ্যে রাত ১০টার দিকে হামানকর্দি এলাকায় একটি বালুবাহী জাহাজ বরযাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নৌকার অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠে আসে। তবে চরমৈশা গ্রামের সঞ্জীত দাসের ৮ বছরের শিশু অর্পিতা রানী দাস নিখোঁজ হয়। নববধূ কবিতা দাসসহ আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
চাঁদপুর কোস্টগার্ডের পেটি অফিসার নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। রাত সাড়ে ১২টা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালাই। সোমবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনো পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
শেয়ার করুন
চাঁদপুর প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বরযাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। গত রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নববধূসহ অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে কোস্টগার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় অর্পিতা রানী দাস নামে এক শিশু নিখোঁজ রয়েছে এল জানা গেছে।
স্থানীয়রা জানান, রবিবার বরের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য নববধূসহ অর্ধশতাধিক বরযাত্রী নিয়ে ট্রলারযোগে রওনা হয়। পথিমধ্যে রাত ১০টার দিকে হামানকর্দি এলাকায় একটি বালুবাহী জাহাজ বরযাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নৌকার অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠে আসে। তবে চরমৈশা গ্রামের সঞ্জীত দাসের ৮ বছরের শিশু অর্পিতা রানী দাস নিখোঁজ হয়। নববধূ কবিতা দাসসহ আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
চাঁদপুর কোস্টগার্ডের পেটি অফিসার নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। রাত সাড়ে ১২টা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালাই। সোমবার ভোর থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনো পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।