নতুন রুটে শুরু হচ্ছে পাইলটিং
বাস ভাড়া ৫০ পয়সা বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
ঢাকার বিশৃঙ্খল বাস চলাচলকে নিয়মে আনতে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত নতুন রুটে পাইলট প্রকল্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বাস রুট র্যাশনালাইজেশন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস।
গতকাল মঙ্গলবার নগর ভবনে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ১৬তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পাইলটিং রুটে বাস ভাড়ার বিষয়ে মেয়র তাপস বলেন, ‘বিষয়টি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ওপর অর্পিত ছিল এবং তারা সেটা সম্পন্ন করেছে। বিআরটিএ এরই মাঝে প্রস্তাবিত রুটের ভাড়া নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করে তা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন এতে মন্ত্রণালয়ের সম্মতি লাগবে, অনুমোদন লাগবে। যেহেতু বিআরটিএ কার্যক্রম সম্পন্ন করেছে, আশা করছি মন্ত্রণালয়ও এটা নির্ধারণ করে দেবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১ এপ্রিল থেকে আমরা নতুন রুটে বাস চলাচলের পাইলট প্রকল্প শুরুর বিষয়ে আশাবাদী। এখন যেভাবে কাজ করছি, তা অব্যাহত থাকলে এ বছরের মধ্যেই আমরা পাইলট প্রকল্প শেষ করতে পারব। এর মাধ্যমে প্রথম ধাপ এগিয়ে যাবে। এরপর বাকি রুটগুলো এ রুটের সঙ্গে সন্নিবেশ করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমরা সঠিক পথেই রয়েছি। আমাদের যাত্রাপথ মসৃণ নয়। এ পথ অনেক সংকীর্ণ, অনেক সমস্যা রয়েছে। তবে ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে চলেছি।’
বর্তমানে ঢাকা শহরে বাস ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা কার্যকর রয়েছে। নতুন রুটে সেটি ৫০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্র্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

ঢাকার বিশৃঙ্খল বাস চলাচলকে নিয়মে আনতে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত নতুন রুটে পাইলট প্রকল্প শুরু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বাস রুট র্যাশনালাইজেশন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস।
গতকাল মঙ্গলবার নগর ভবনে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট র্যাশনালাইজেশন কমিটির ১৬তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পাইলটিং রুটে বাস ভাড়ার বিষয়ে মেয়র তাপস বলেন, ‘বিষয়টি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ওপর অর্পিত ছিল এবং তারা সেটা সম্পন্ন করেছে। বিআরটিএ এরই মাঝে প্রস্তাবিত রুটের ভাড়া নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করে তা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন এতে মন্ত্রণালয়ের সম্মতি লাগবে, অনুমোদন লাগবে। যেহেতু বিআরটিএ কার্যক্রম সম্পন্ন করেছে, আশা করছি মন্ত্রণালয়ও এটা নির্ধারণ করে দেবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১ এপ্রিল থেকে আমরা নতুন রুটে বাস চলাচলের পাইলট প্রকল্প শুরুর বিষয়ে আশাবাদী। এখন যেভাবে কাজ করছি, তা অব্যাহত থাকলে এ বছরের মধ্যেই আমরা পাইলট প্রকল্প শেষ করতে পারব। এর মাধ্যমে প্রথম ধাপ এগিয়ে যাবে। এরপর বাকি রুটগুলো এ রুটের সঙ্গে সন্নিবেশ করতে পারব।’ তিনি আরও বলেন, ‘আমরা সঠিক পথেই রয়েছি। আমাদের যাত্রাপথ মসৃণ নয়। এ পথ অনেক সংকীর্ণ, অনেক সমস্যা রয়েছে। তবে ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে চলেছি।’
বর্তমানে ঢাকা শহরে বাস ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা কার্যকর রয়েছে। নতুন রুটে সেটি ৫০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্র্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।