ফের আইসিইউতে মতিন খসরু
নিজস্ব প্রতিবেদক | ৮ এপ্রিল, ২০২১ ০০:০০
করোনাভাইরাস সৃষ্ট রোগ কভিড-১৯ থেকে মুক্ত হলেও ফের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে। অক্সিজেন লেবেল কমে যাওয়ায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে গতকাল বুধবার দেশ রূপান্তরকে জানান মতিন খসরুর জুনিয়র আইনজীবী মো. গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘স্যার (মতিন খসরু) কেবিনে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হঠাৎ করে অক্সিজেন লেবেল কমে যাওয়ায় মঙ্গলবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে ওই হাসপাতালের আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।’
গত ১৫ মার্চ মতিন খসরুর করোনা রিপোর্টের ফল পজিটিভ আসে। ওই দিন তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। এরপর কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২৮ মার্চ তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে ৩১ মার্চ তাকে হাসপাতালের কেবিনে নেওয়া হয়।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৮ এপ্রিল, ২০২১ ০০:০০

করোনাভাইরাস সৃষ্ট রোগ কভিড-১৯ থেকে মুক্ত হলেও ফের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুকে। অক্সিজেন লেবেল কমে যাওয়ায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে গতকাল বুধবার দেশ রূপান্তরকে জানান মতিন খসরুর জুনিয়র আইনজীবী মো. গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘স্যার (মতিন খসরু) কেবিনে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হঠাৎ করে অক্সিজেন লেবেল কমে যাওয়ায় মঙ্গলবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে ওই হাসপাতালের আইসিইউতে তিনদিন চিকিৎসাধীন ছিলেন তিনি।’
গত ১৫ মার্চ মতিন খসরুর করোনা রিপোর্টের ফল পজিটিভ আসে। ওই দিন তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। এরপর কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২৮ মার্চ তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে ৩১ মার্চ তাকে হাসপাতালের কেবিনে নেওয়া হয়।