ধর্মের নামে অরাজকতা করলেই প্রতিরোধ করবে আ.লীগ : হানিফ
নিজস্ব প্রতিবেদক | ৮ এপ্রিল, ২০২১ ০০:০০
হেফাজতে ইসলাম ধর্মের নামে কোথাও কোনো অরাজকতা করার অপচেষ্টা চালালে সেখানেই তাদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের দলের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে হানিফ বলেন, ‘যেখানেই সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলাম ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ করতে হবে। যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের তালিকা করতে হবে। এদের খুঁজে বের করতে হবে। এদের বিরুদ্ধে সরকারিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৮ এপ্রিল, ২০২১ ০০:০০

হেফাজতে ইসলাম ধর্মের নামে কোথাও কোনো অরাজকতা করার অপচেষ্টা চালালে সেখানেই তাদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের দলের নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে হানিফ বলেন, ‘যেখানেই সাম্প্রদায়িক গোষ্ঠী হেফাজতে ইসলাম ধর্মের নামে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা করবে, সেখানেই প্রতিরোধ করতে হবে। যারা এ হামলার সঙ্গে জড়িত, তাদের তালিকা করতে হবে। এদের খুঁজে বের করতে হবে। এদের বিরুদ্ধে সরকারিভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেয়ার করুন