উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি | ১১ মে, ২০২১ ০০:০০
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জায়ামাতের আমির ও ২১ মামলার আসামি মো. শাহজাহান আলীকে (৫৫) গত রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, উল্লাপাড়া সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামের ২১ মামলার আসামি শাহজাহান আলী গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রবিবার রাতে বোয়ালিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধের ২১টি মামলা রয়েছে।
শেয়ার করুন
সিরাজগঞ্জ প্রতিনিধি | ১১ মে, ২০২১ ০০:০০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জায়ামাতের আমির ও ২১ মামলার আসামি মো. শাহজাহান আলীকে (৫৫) গত রবিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, উল্লাপাড়া সদর ইউনিয়নের মন্ডলজানি গ্রামের ২১ মামলার আসামি শাহজাহান আলী গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে রবিবার রাতে বোয়ালিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অপরাধের ২১টি মামলা রয়েছে।
শেয়ার করুন