৭৫ নারী শিল্পীর আর্টক্যাম্প শুরু
নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৭৫ নারী শিল্পীর অংশগ্রহণে দু’দিনব্যাপী আর্টক্যাম্প। শিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে একাডেমির জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বলে গতকাল বুধবার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘শেখ হাসিনা : বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক এই আর্টক্যাম্প মূলত একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় অনুষ্ঠিত হচ্ছে। আর্টক্যাম্পে শিল্পী ফরিদা জামান, নাইমা হক, রোকেয়া সুলতানা, কুহু প্লামনডন, কনকচাঁপা চাকমা, আইভি জামান, ফারজানা আহমেদ শান্তা, সীমা ইসলাম, জয়া শাহরীন হক, সৈয়দা মাহবুবা করিমসহ ৭৫ নারী শিল্পী অংশগ্রহণ করছেন।
নাট্যশালায় দুই নাটকের প্রদর্শনী
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল বুধবার সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে ‘অ্যা নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। একই সময়ে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকের দল ‘ব নাটুয়া’ মঞ্চস্থ করেছে ‘মাইক মাস্টার’। আবদুল্লাহ আল-মামুনের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন আবদুল মমিন। অন্যদিকে উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য ট্র্যাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ লেখাকে প্রশ্নবিদ্ধ করে সাইমন জাকারিয়া লিখেছেন ‘অ্যা নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি। নাটকের দল এম্পটি স্পেস এ নাটকটি ২০১৯ সালে ২৯ সেপ্টেম্বর মঞ্চে আনে। নির্দেশনা দিয়েছেন নূর জামান রাজা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৭৫ নারী শিল্পীর অংশগ্রহণে দু’দিনব্যাপী আর্টক্যাম্প। শিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে একাডেমির জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে বলে গতকাল বুধবার একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
‘শেখ হাসিনা : বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক এই আর্টক্যাম্প মূলত একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় অনুষ্ঠিত হচ্ছে। আর্টক্যাম্পে শিল্পী ফরিদা জামান, নাইমা হক, রোকেয়া সুলতানা, কুহু প্লামনডন, কনকচাঁপা চাকমা, আইভি জামান, ফারজানা আহমেদ শান্তা, সীমা ইসলাম, জয়া শাহরীন হক, সৈয়দা মাহবুবা করিমসহ ৭৫ নারী শিল্পী অংশগ্রহণ করছেন।
নাট্যশালায় দুই নাটকের প্রদর্শনী
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল বুধবার সন্ধ্যায় মঞ্চায়িত হয়েছে ‘অ্যা নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’। একই সময়ে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকের দল ‘ব নাটুয়া’ মঞ্চস্থ করেছে ‘মাইক মাস্টার’। আবদুল্লাহ আল-মামুনের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন আবদুল মমিন। অন্যদিকে উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য ট্র্যাজেডি অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ লেখাকে প্রশ্নবিদ্ধ করে সাইমন জাকারিয়া লিখেছেন ‘অ্যা নিউ টেস্টামেন্ট অব রোমিও অ্যান্ড জুলিয়েট’ নাটকটি। নাটকের দল এম্পটি স্পেস এ নাটকটি ২০১৯ সালে ২৯ সেপ্টেম্বর মঞ্চে আনে। নির্দেশনা দিয়েছেন নূর জামান রাজা।