মানিকগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টা
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০
মানিকগঞ্জের সিঙ্গাইরে এক মাদ্রাসাছাত্রকে (৯) বলাৎকারচেষ্টার অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষক রমজান আলীসহ (২৭) চারজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর রমজান আলীকে পালাতে সহযোগিতা করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধানসহ তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। রমজান বেড়া উপজেলার নতুন মানিকনগর গ্রামের আবুল কালামের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ১১ সেপ্টেম্বর দুপুরে নিজ শয়নকক্ষে ডেকে নিয়ে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করে শিক্ষক রমজান আলী। ঘটনাটি কাউকে না বলতে নানা রকম ভয়ভীতিও দেখানো হয় তাকে। একপর্যায়ে শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে থানায় মামলা করা হয়। সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেয়ার করুন
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০

মানিকগঞ্জের সিঙ্গাইরে এক মাদ্রাসাছাত্রকে (৯) বলাৎকারচেষ্টার অভিযোগ উঠেছে তার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষক রমজান আলীসহ (২৭) চারজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার পর রমজান আলীকে পালাতে সহযোগিতা করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধানসহ তিন শিক্ষককে আটক করেছে পুলিশ। রমজান বেড়া উপজেলার নতুন মানিকনগর গ্রামের আবুল কালামের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, ১১ সেপ্টেম্বর দুপুরে নিজ শয়নকক্ষে ডেকে নিয়ে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করে শিক্ষক রমজান আলী। ঘটনাটি কাউকে না বলতে নানা রকম ভয়ভীতিও দেখানো হয় তাকে। একপর্যায়ে শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি খুলে বললে থানায় মামলা করা হয়। সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, মূল আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শেয়ার করুন