শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে বরিশালে বিক্ষোভ
বরিশাল সংবাদদাতা | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
নিরাপদ সড়ক ও গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়াসহ দুই দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল মহানগর শাখা। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলচত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলার আহ্বায়ক সাগর দাসের সভাপতিত্বে এবং আলেকান্দা কলেজ শাখার সংগঠক লামিয়া সাইমুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মহিলা কলেজ সংগঠক অদিতি ইসলাম প্রমুখ।
এ ছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. কে. আজাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কিশোর কুমার বালা।
সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়কের আন্দোলন ২০১৮ সালের সাধারণ শিক্ষার্থীর আন্দোলন। কিন্তু এই স্বৈরাচরী সরকার এই দাবিতে কোনো রকম কর্ণপাত করেনি। গত বুধবার নটর ডেম কলেজশিক্ষার্থী নাইম সড়ক দুর্ঘটনায় নিহত হন, কিন্তু তার বিচার এবং সুষ্ঠু তদন্তেরও কোনো কথা শোনা যাচ্ছে না। বরং এই দাবিতে যখন ছাত্ররা রাজপথে আন্দোলন করছে তখন ছাত্রনেতাদের ওপর হামলা-নিপীড়ন চালানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী সরকার কোনোরকম জনগণের মতামত না নিয়েই জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তার প্রেক্ষিতে বেড়ে গেছে গণপরিবহনের ভাড়া। দাবি উঠে এসেছে ছাত্রদের হাফ ভাড়া নিতে, কিন্তু কোনো পরিবহন তা মানছে না বরং শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি দিচ্ছে।
সমাবেশে বক্তারা দাবি করেন, সারা দেশে নিরাপদ সড়ক চালু করতে হবে এবং নটর ডেম কলেজশিক্ষার্থী নাঈম হত্যার বিচারসহ আন্দোলনে ছাত্রনেতাদের ওপর পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে কোনো রকম হামলা-নিপীড়ন করা যাবে না। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়াসহ জ্বালানি ও বর্ধিত ভাড়া কমাতে হবে।
শেয়ার করুন
বরিশাল সংবাদদাতা | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

নিরাপদ সড়ক ও গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়াসহ দুই দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল মহানগর শাখা। গতকাল শুক্রবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলচত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলার আহ্বায়ক সাগর দাসের সভাপতিত্বে এবং আলেকান্দা কলেজ শাখার সংগঠক লামিয়া সাইমুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মহিলা কলেজ সংগঠক অদিতি ইসলাম প্রমুখ।
এ ছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. কে. আজাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কিশোর কুমার বালা।
সমাবেশে বক্তারা বলেন, নিরাপদ সড়কের আন্দোলন ২০১৮ সালের সাধারণ শিক্ষার্থীর আন্দোলন। কিন্তু এই স্বৈরাচরী সরকার এই দাবিতে কোনো রকম কর্ণপাত করেনি। গত বুধবার নটর ডেম কলেজশিক্ষার্থী নাইম সড়ক দুর্ঘটনায় নিহত হন, কিন্তু তার বিচার এবং সুষ্ঠু তদন্তেরও কোনো কথা শোনা যাচ্ছে না। বরং এই দাবিতে যখন ছাত্ররা রাজপথে আন্দোলন করছে তখন ছাত্রনেতাদের ওপর হামলা-নিপীড়ন চালানো হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী সরকার কোনোরকম জনগণের মতামত না নিয়েই জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তার প্রেক্ষিতে বেড়ে গেছে গণপরিবহনের ভাড়া। দাবি উঠে এসেছে ছাত্রদের হাফ ভাড়া নিতে, কিন্তু কোনো পরিবহন তা মানছে না বরং শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি দিচ্ছে।
সমাবেশে বক্তারা দাবি করেন, সারা দেশে নিরাপদ সড়ক চালু করতে হবে এবং নটর ডেম কলেজশিক্ষার্থী নাঈম হত্যার বিচারসহ আন্দোলনে ছাত্রনেতাদের ওপর পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে কোনো রকম হামলা-নিপীড়ন করা যাবে না। গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়াসহ জ্বালানি ও বর্ধিত ভাড়া কমাতে হবে।