চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন
চট্টগ্রাম ব্যুরো | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
ছয় মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়েছে একটি চারতলা ভবন। নগরীর চকবাজার এলাকায় এ ভবনটির তিনতলা থেকে ছাদ পর্যন্ত পাশের একটি পাঁচতলা ভবনের সঙ্গে লেগে গেছে। এর ফলে আতংকের মধ্যে রয়েছেন ভবন দুটিতে বসবাসকারী লোকজন।
রহমান ভিলার মালিক ফরিদ উদ্দিন ভবনটি হেলে পড়ার বিষয়ে এ প্রতিবেদককে বলেন, এটি আগে থেকে একটু হেলে পড়েছিল। ওই সময় পাশের ভবনের সঙ্গে কিছুটা ফাঁক ছিল। কিন্তু আজ ভোরের ভূমিকম্পের পর এটি পাশের ভবনের সঙ্গে পুরোপুরি লেগে গেছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চকবাজারে ভবন হেলে পড়ার বিষয়টি অবগত আছেন জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস দেশ রূপান্তরকে বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীদের এ বিষয়ে সরেজমিন গিয়ে খোঁজ নিতে বলা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

ছয় মাত্রার ভূমিকম্পে চট্টগ্রামে হেলে পড়েছে একটি চারতলা ভবন। নগরীর চকবাজার এলাকায় এ ভবনটির তিনতলা থেকে ছাদ পর্যন্ত পাশের একটি পাঁচতলা ভবনের সঙ্গে লেগে গেছে। এর ফলে আতংকের মধ্যে রয়েছেন ভবন দুটিতে বসবাসকারী লোকজন।
রহমান ভিলার মালিক ফরিদ উদ্দিন ভবনটি হেলে পড়ার বিষয়ে এ প্রতিবেদককে বলেন, এটি আগে থেকে একটু হেলে পড়েছিল। ওই সময় পাশের ভবনের সঙ্গে কিছুটা ফাঁক ছিল। কিন্তু আজ ভোরের ভূমিকম্পের পর এটি পাশের ভবনের সঙ্গে পুরোপুরি লেগে গেছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
চকবাজারে ভবন হেলে পড়ার বিষয়টি অবগত আছেন জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস দেশ রূপান্তরকে বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলীদের এ বিষয়ে সরেজমিন গিয়ে খোঁজ নিতে বলা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন