ভৈরবে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় আল আমিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আল আমিন উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের চুন্নু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দুই বন্ধুকে মোটরসাইকেলের পেছনে চড়িয়ে ভৈরব-কুলিয়ারচর সংযোগ সড়ক সেতুতে ঘুরতে যায় আল আমিন। সেতুটি পার হওয়ার সময় আল আমিন বেপরোয়া গতি এবং শরীরকে হেলিয়ে-দুলিয়ে চালানোর সময় হঠাৎ মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই মারা যায় আল আমিন। গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল দুর্ঘটনায় আল আমিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আল আমিন উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের চুন্নু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দুই বন্ধুকে মোটরসাইকেলের পেছনে চড়িয়ে ভৈরব-কুলিয়ারচর সংযোগ সড়ক সেতুতে ঘুরতে যায় আল আমিন। সেতুটি পার হওয়ার সময় আল আমিন বেপরোয়া গতি এবং শরীরকে হেলিয়ে-দুলিয়ে চালানোর সময় হঠাৎ মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই মারা যায় আল আমিন। গুরুতর আহত হয় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।