রাঙ্গামাটিতে গোলাবারুদ উদ্ধার
রাঙ্গামাটি প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাপাড়ায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শুক্রবার সকালে দুর্গম পাহাড় নানিয়ারচর জোনের অভিযানে একে-৪৭, বিদেশি পিস্তল, বিপুলসংখ্যক গোলাবারুদ, আড়াই লাখ টাকা, চাঁদাবাজির রসিদ ও পোশাক উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
জানা যায়, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের একটি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা এ সময় পালিয়ে যায়। পরে একটি ঘর থেকে একটি একে-৪৭, বিদেশি পিস্তল, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন
রাঙ্গামাটি প্রতিনিধি | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

রাঙ্গামাটি সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের বামে ত্রিপুরাপাড়ায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। গতকাল শুক্রবার সকালে দুর্গম পাহাড় নানিয়ারচর জোনের অভিযানে একে-৪৭, বিদেশি পিস্তল, বিপুলসংখ্যক গোলাবারুদ, আড়াই লাখ টাকা, চাঁদাবাজির রসিদ ও পোশাক উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
জানা যায়, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের একটি আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা এ সময় পালিয়ে যায়। পরে একটি ঘর থেকে একটি একে-৪৭, বিদেশি পিস্তল, গোলাবারুদ ও নগদ অর্থ উদ্ধার করে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন